বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। প্রথম সিনেমাতেই সাবলীল অভিনয় আর স্নিগ্ধ হাসিতে সবার নজর কাড়েন এই অভিনেত্রী।
‘প্রিয়তমা’ মুক্তির পর দুই বাংলায় খ্যাতি কুড়ান ইধিকা। তবে সিনেমাটি মুক্তির পর গুঞ্জন উঠেছিল, শাকিব খানের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, যাদের বিপরীতে অভিনয় করেছি, সবার সঙ্গেই তো সম্পর্ক আছে! আমাকে কেউ কেউ এত ভালোবাসেন, তাই হয়তো আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন। আসলে আমাকে নিয়ে কোনো গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটা নিয়ে ভাবি। কিন্তু এই ধরনের রটনায় কান দিয়ে মানসিক শান্তিতে প্রভাব ফেলতে দিলে কাজ করব কখন?
এ সময় ইধিকার কাছে জানতে চাওয়া হয়, এই মুহূর্তে তার রিলেশনশিপ স্ট্যাটাস ঠিক কী? জবাবে অভিনেত্রী বলেন, আমাকে সত্যি যারা ভালোবাসেন, তাদের উদ্দেশে বলি, আমি কিন্তু একেবারে সিঙ্গেল।
ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে অনেক কিছু দৃষ্টিকটু লাগে: রুনা খান
প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সাফল্যের পর এ জুটিকে নিয়ে ‘বরবাদ’ সিনেমা নির্মাণ করছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। চলতি বছরের অক্টোবরে সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে মুম্বাইয়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।