স্পোর্টস ডেস্ক: ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। সেজন্য ঘোষিত দলে ফেরানো হয়েছে চোট থেকে সেরে ওঠা শাদাব খানকে।
ক্যারিবিয়ানদের মোকাবিলার জন্য সোমবার ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফিরেছেন ব্যাটার আবদুল্লাহ শফিক ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও।
গত মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন আসিফ আফ্রিদি, আসিফ আলি, হায়দার আলি, সৌদ শাকিল ও উসমান কাদির। তাদের মধ্যে শাকিলকে যেতে হচ্ছে অস্ত্রোপচারের টেবিলে।
চোটের কারণে ওই সিরিজে খেলা হয়নি শাদাবের। দলে ফিরেই সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি। বরাবরের মতো নেতৃত্ব সামলাবেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম।
আগামী ১ জুন পাকিস্তানের বেশিরভাগ ক্রিকেটার রাওয়ালপিন্ডিতে অনুশীলন ক্যাম্প শুরু করবেন। হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব বর্তমানে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন। তারা পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন।
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৮, ১০ ও ১২ জুন।
পাকিস্তান ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি ও জাহিদ মাহমুদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।