স্পোর্টস ডেস্ক : বিপিএলের দ্বিতীয় ম্যাচে রংপুর রের্ঞ্জাসকে ১৭৩ রানের বড় লক্ষ্য দিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। ২৭ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেন কুমিল্লার অধিনায়ক শানাকা। তাঁর ইনিংসটি সজানো ছিল ৯টি ছয় এবং ৩ চারে।
এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক শানাকা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দলটির। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ নবির বলে বোল্ড হয়ে আউট হন ইয়াসির আলী।
এরপর শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার ভানুকা রাজাপাকশে এবং টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। শুরু থেকেই ব্যাট হাতে সাবলীল ছিলে সৌম্য। ওপেনার ভানুকা রাজাপাকশের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন তিনি।
বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান ব্যক্তিগত ২৬ রানে সাবস্টিটিউট ফিল্ডার রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন মুস্তাফিজুর রহমানের বলে। এরপর ভানুকাও ফেরেন সাজঘরে। স্পিনার সঞ্জিত সাহার বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন ১৫ রান করা ভানুকা।
প্রথমে সঞ্জিতের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এরপর রংপুরের অধিনায়ক মোহাম্মদ নবি রিভিউ নেন। টিভি রিপ্লেতে দেখা গেছে বল পিচিং এবং হিটিং ছিল স্টাম্পে। ফলে আউট দেন আম্পায়ার।দেখে শুনে চড়াও হয়ে খেলতে থাকা ডেভিড মালান ব্যক্তিগত ২৫ রানে সঞ্জিত সাহাকে উড়িয়ে মারতে গিয়ে স্টাম্পিং হয়ে আউট হন।
তাঁর ফেরার পর সাব্বিরকে সঙ্গ দিতে আসেন দাসুন শানাকা। এই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি সাব্বির ১৯ রান করে ফিরলে। সাব্বিরকে সঞ্জিতের ক্যাচ বানিয়েছেন মুস্তাফিজ। এরপর ২ রান করা মাহিদুল ইসলাম বোল্ড হয়েছেন লুইস গ্রেগরির বলে।
এরপর গ্রেগরি ফিরিয়েছেন ৬ রান করা আবু হায়দারকেও। এরপর আর উইকেট পতন হতে দেননি শানাকা। একপ্রান্ত আগলে দলকে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে অপরজিত থেকে মাঠ ছেড়েছেন। ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ২৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শানাকা।
সংক্ষিপ্ত স্কোর :
কুমিল্লা ওয়ারিয়র্সঃ ১৭৩/৭ (২০ ওভার)
(শানাকা ৭৫*, সৌম্য ২৬, মালান ২৫; গ্রেগরি ২/২৫, মুস্তাফিজ ২/৩৭)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।