ঢাকাই সিনেমার দর্শকনন্দিত অভিনেত্রী শাবনূরের নামে অগণিত ভুয়া প্রোফাইল ও পেজ রয়েছে ফেসবুকে। এর মধ্যে একটি ভেরিফায়েড পেজও রয়েছে, যেটি তার নয়।
এ বিষয়ে শাবনূর বলেন, আমি আগে ফেসবুক ব্যবহার করতাম না। সেই সুযোগে অনেক পেজ ও প্রোফাইল বানানো হয় আমার নামে। আমি মনে করি, যারা আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে, তাদের উদ্দেশ্য ভালো নয়।
শাবনূরের নামে ভেরিফায়েড পেজ দেখে স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হচ্ছেন তার ভক্তরা। বিষয়টি সম্প্রতি নজরে এসেছে তার। এই বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন।
সংবাদমাধ্যমকে শাবনূর বলেন, আমার কারো সঙ্গে শত্রুতা নেই। সবাইকে ভালোবাসি। কেন তারা এই কাজটা করেছে জানি না। আমি আপনাদের ভালোবাসার শাবনূর। যারা এমন করেছে তারা আমার ভক্তদের প্রতারিত করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবো।
‘লাপাতা লেডিস’ অনুপ্রেরণায় নতুন বাংলা সিরিয়াল, আত্মপ্রকাশে সাইনা চট্টোপাধ্যায়!
ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের জন্য আমার ভালোবাসা।’
অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করেন। অনেকদিন সিনেমায় অভিনয় থেকে দূরে আছেন। তার অভিনীত নতুন সিনেমা মুক্তি না পেলেও ভক্ত-অনুরাগীরা তার খবর সবসময়ই পান সামাজিক যোগাযোগমাধ্যম থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।