শাবির তৃতীয় সমাবর্তন ৮ জানুয়ারি

জুমবাংলা ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তৃতীয় সমাবর্তন ২০২০ সালের ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। খবর ইউএনবি’র।

শাবি

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করার সম্মতি জ্ঞাপন করেছেন।

সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এদিকে সমাবর্তনের রেজিস্ট্রেশন চলবে আগামী ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। স্নাতক, স্নাতক সমমান, বিএসসি নার্সিং এর জন্য চার হাজার টাকা, স্নাতকোত্তরের জন্য চার হাজার পাঁচশ টাকা এবং এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডির জন্য ছয় হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ও সমমানের ২০০৫-২০১৪ সালে উত্তীর্ণ, ২০০২-০৩ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীরা, ২০০২-০৩ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী যারা ২০০৭-২০১৫ সালের মধ্যে এ ডিগ্রি অর্জন করেছেন তারা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *