জুমবাংলা ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় শার্টের দাম কম বলায় নাছির উদ্দিন নামে এক কলেজছাত্রকে পিটিয়ে আহত করেছে দোকানদাররা। নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের ওপর বৃহস্পতিবার রাতে দ্বিতীয় দফা আবারও হামলা চালায় দুবৃর্ত্তরা। এ সময় হামলা ঠেকাতে গিয়ে নড়াইল সদর হাসপাতালের একজন নার্স ও পরিবারের তিন সদস্যও আহত হন।
আহত নাছির উদ্দিন লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের শিক্ষক আনোয়ারুল ইসলামের ছেলে।
পুলিশ ও আহতের পরিবারের সদস্যরা জানান, নাছির উদ্দিন বৃহস্পতিবার বিকালে লোহাগড়া বাজারের একটি মার্কেটে শার্ট কিনতে যান। এ সময় দোকানদারের সাথে দর কষাকষি নিয়ে তর্কে জড়িয়ে পড়লে তাকে বেপরোয়াভাবে মারধর করে দোকানদাররা।
পরে স্থানীয় লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টার দিকে লোহাগড়ার ওই দোকানদারসহ অপরিচিত ১৫/১৬ জন লোক এসে হাসপাতালের বেডে নাছির উদ্দিনের ওপর দ্বিতীয় দফায় হামলা চালায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, হামলার খবর শোনার পর হাসপাতালে দ্রুত পুলিশ পাঠানো হয়। ঘটনার সাথে জড়িতদের আট*কের চেষ্টা চলছে। ইউএনবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।