Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home শালুকে ভাগ্য খুলছে হাওর এলাকার কৃষকদের
    অর্থনীতি-ব্যবসা কৃষি বিভাগীয় সংবাদ সিলেট

    শালুকে ভাগ্য খুলছে হাওর এলাকার কৃষকদের

    November 18, 20224 Mins Read

    জুমবাংলা ডেস্ক: বন্যার কারণে এবার হবিগঞ্জের হাওরে দীর্ঘদিন পানি থাকায় মাছ ও শালুকের উৎপাদন বেড়েছে। এখন হাওরের পানি কমতে থাকায় কৃষকরা শালুক আহরণ করে বাজারে নিয়ে বিক্রি করছেন। অন্যান্য বছরের তুলনায় এবার শালুকের দাম বেশী থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা।

    স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জের বানিয়াচং, আজিমরীগঞ্জ, মাধবপুর, লাখাই ও নবীগঞ্জ উপজেলার একাংশের হাওর এলাকা বর্ষাকালে পানিতে ডুবন্ত থাকে। যে বছর পানি বেশী হয় সে সময় শাপলা, শালুক, পানিফলসহ বিভিন্ন জলজ উদ্ভিদে হাওর পরিপূর্ণ থাকে। বর্ষা শেষে শরতের আগমনের সঙ্গে সঙ্গে পানি কমতে থাকে। এ সময় সংগ্রহ করা হয় শালুক, শাপলার ডেপ, পানিফলসহ বিভিন্ন ধরনের মজাদার ফল। এর মাঝে শালুক খুবই জনপ্রিয়।

    হাওর এলাকায় আমন ধান কাটার পূর্বে কৃষকদের মাঝে অভাব দেখা দেয় বলে তারা এই শালুক দিয়েই তাদের আহার সারতেন। তাই এই শালুককে এক সময়ে হাওর এলাকার গরীবের খাবার হিসেবে পরিচিত ছিল। তবে এখন ধনীরাও শখ করে কিনছেন এই শালুক। বিদেশ থাকা স্বজনদের জন্যও এই শালুক প্রেরণ করা হয়েছে। ফলে এখন শালুক অনেকটাই গরীবের নাগালের বাইরে।

    বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার জানান, বর্ষা শেষে হাওরের পানি যখন কমে যায় তখন সবাই বোরো ফসলের জন্য জমির আগাছা পরিস্কার করে। এ সময় শালুক ও পানিফল সংগ্রহ করা হয়। পাইকারী হিসাবে ৪০/৫০ টাকা কেজি শালুক বিক্রি হয়। বাজারে মান অনুযায়ী ৮০/১০০টাকা কেজিতে বিক্রি হয় এই শালুক।

    ওই গ্রামের কৃষক মিজান মিয়া জানান, একসময় গ্রামে অভাবের সময় অতিদরিদ্র শ্রেণীর মানুষ বিল থেকে শালুক তুলে এনে সিদ্ধ করে ভাতের বিকল্প হিসেবে খেত। এখন দাম বেশী হওয়ায় তা বাজারে বিক্রি করে অনেকেই প্রয়োজনীয় বাজার সওদা করে।

    হাওর থেকে সংগ্রহীত শালুক পাইকররা কিনে এনে বিভিন্ন বাজারে বিক্রি করে। হবিগঞ্জ শহরের বিভিন্ন হাট বাজারের বাহিরে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ভ্যান নিয়েও বিক্রি করা হয় এই ফল।

    জেলায় শালুকের অন্যতম পাইকারী হাট মাধবপুর উপজেলায়। সপ্তাহের শনি ও মঙ্গলবারে পাশের জেলা মৌলভীবাজার, সুনামগঞ্জ, কিশোগঞ্জের ব্যবসায়ীরা শত-শত মন শালুক নিয়ে আসে মাধবপুরে। আবার পাইকারদের হাতবদল হয়ে সেই শালুক চলে যায় রাজধানী ঢাকাসহ কুমিল্লা, সরাইল, ভৈরব, নরসিংদী, চাঁদপুরের মত দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাদের কাছে। গাড়িভর্তি করে নিয়ে এসে বিক্রেতারা প্রতিমণ শালুক এই মৌসুমে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা বিক্রি করেন।

    হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. দেবাশীষ দাশ জানান, একেকটি শালুকের ওজন ৩০ গ্রাম থেকে ৬০/৭০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। হজমশক্তি বৃদ্ধিকারক এ সবজিটি কাঁচা খাওয়ার উপযোগী হলেও আগুনে পুড়িয়ে কিংবা সেদ্ধ করে খাওয়া অত্যান্ত সুস্বাদু। শালুক দ্রুত ক্ষুধা নিবারণের সাথে-সাথে শরীরে পর্যাপ্ত শক্তিও যোগায়। শালুকে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম রয়েছে, যা পিত্ত প্রশান্তিদায়ক, পিপাসা নিবারণ করে। তবে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এলার্জি ও প্রচুর আয়রন থাকায় অনেকের কোষ্টকাঠিন্য দেখা দিতে পারে।

    বানিয়াচং উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী হায়দার জানান, শালুক আল্লাহ প্রদত্ত একটি পণ্য যা আবাদ করতে হয়না। এবার বন্যার কারনে হাওরে রেকর্ড পরিমাণ শালুক উৎপাদন হয়েছে। শালুক শাপলা গাছের গোড়ায় জন্মানো এক ধরনের সবজি জাতীয় খাদ্য। শাপলা গাছের গোড়ায় একাধিক গুটির জন্ম হয়। যা ধীরে-ধীরে বড় হয়ে হয়ে শালুকে পরিনত হয়। একেকটি শালুকের ওজন সাধারণত ৪০ থেকে ৭০ গ্রাম হয়ে থাকে। এটি সেদ্ধ করে বা আগুনে পুড়িয়ে ভাতের বিকল্প হিসেবে খাওয়া যায়।

    হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব জানান, শাপলাফুল গাছের রাইজোম-ই শালুক নামে পরিচিত। শাপলার গোড়া যেখানে মাটিতে নোঙর করে সেখানে কন্দাল মূলে গুটির মতো দেখা যায়, পরিণত গাছে এটি বড় হয়ে প্রজাতিভেদে ৫০-৭০ গ্রাম ওজনের শালুক হয়। এটি প্রাকৃতিক ভাবেই জন্মায়। ভাটি-বাংলার আদি এবং জনপ্রিয় এই শালুক ফল নানাভাবে খাওয়া হয়। দুর্ভিক্ষ-দারিদ্র্যে ভাতের বিকল্প হিসেবে এটি অনন্য সম্বল। আমাদের জলাভূমিতে পানি যতদিন থাকে ততদিন শাপলাও থাকে। হাওরগুলোতে লাল এবং সাদা শাপলা দেখা গেলেও প্রকৃতিতে এর প্রজাতি সংখ্যা ৭০ এর বেশি। আমাদের দেশে পানি কমার সাথে-সাথে হাওর থেকে শালুক সংগ্রহ করে বিক্রি করতে দেখা যায়।

    তিনি জানান, শালুকের রয়েছে অসাধারণ ভেষজ গুণ। এটি ক্ষুধা নিবারণ করে দেহে দ্রুত শক্তি যোগায়। পুড়িয়ে, সেদ্ধ করে বা তরকারিতে সবজি হিসেবে খাওয়া হয়। চুলকানি এবং রক্ত আমাশয় নিবারণে লাল শালুক প্রাচীনকাল হতে ব্যবহৃত হয়ে আসছে। শালুকে ক্যালসিয়াম আলুর চেয়ে সাতগুন বেশি, এছাড়া এর শর্করা দিকটা ভাতের তুলনায় ভালো, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

    সুভাষ চন্দ্র আরও বলেন, শালুক প্রসাবের জ্বালাপোড়া, পিত্তঅম্ল এবং হৃদযন্ত্রের দূর্বলতা দূর করে। এজন্যই আয়ুর্বেদীক ওষুধ তৈরীতে সুপ্রাচীন কাল থেকে শালুক এতো জনপ্রিয়। সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা এতে পেয়েছেন গ্যালিক এসিড যা ক্যান্সার চিকিৎসায় কাজে আসবে। এছাড়াও এতে প্রাপ্ত ফ্লেভনল গ্লাইকোসাইড মাথা রক্ত সঞ্চালনে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং মাথা ঠান্ডা রাখে।

    তিনি জানান, গ্রাম বাংলার একসময়ের ঐতিহ্যবাহী শালুক হারতে বসেছে। জমিতে অতিমাত্রায় সার, কীটনাশক প্রয়োগ, শুকনো মৌসুমে জলাধার শুকিয়ে তুলে ফেলা হচ্ছে শালুক। এভাবে চলতে থাকলে একসময় “ঝিলের জলে শালুক ভাসে” কেবল কবিতায়ই পড়া হবে, বাস্তবে দেখা মিলবে না।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্থনীতি-ব্যবসা এলাকার কৃষকদের কৃষি খুলছে বিভাগীয় ভাগ্য শালুকে সংবাদ সিলেট হাওর
    Related Posts
    কুয়েটে শিক্ষক লাঞ্ছনার

    কুয়েটে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্লাস-পরীক্ষা বর্জনে অনড় শিক্ষকরা

    May 7, 2025
    মেহেরপুরে ট্রাকে

    মেহেরপুরে ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ নিহত ৩

    May 7, 2025
    গ্রেনেড বাবু

    খুলনায় গ্রেনেড বাবুর সামরিক শাখা প্রধান কালা তুহিনসহ গ্রেফতার ৩, গোলাবারুদ উদ্ধার

    May 7, 2025
    সর্বশেষ সংবাদ
    ওয়েব সিরিজ
    নিষিদ্ধ সম্পর্কের গল্প যা আপনার হৃদয় স্পর্শ করবে, একা দেখুন এই ওয়েব সিরিজ
    সেক্রেটারি এ টি এম মা’ছুম
    জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম মা’ছুম
    ওয়েব সিরিজ
    প্রতিটি নিঃশ্বাসে উত্তেজনা – নাটকীয়তায় ভরা এই ওয়েব সিরিজ মিস করবেন না!
    Itel P55 5G বাংলাদেশে ও ভারতে দাম
    Itel P55 5G বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ
    বুদ্ধিমান
    বুদ্ধিমান ব্যক্তিদের ৫টি অভ্যাস থাকবেই, মিলিয়ে নিন আপনারটি
    india-pakistan
    পাকিস্তানে ভারতীয় সামরিক হামলা : সামরিক শক্তি ও কৌশলে কে এগিয়ে
    ওয়েব সিরিজ
    বন্ধ দরজার পেছনে লুকিয়ে থাকা কামনার গল্প নিয়ে সেরা ওয়েব সিরিজ!
    Nokia X30 Pro Price in Bangladesh & India
    Nokia X30 Pro Price in Bangladesh & India
    zubaida rahman
    সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান
    Oppo F21 Pro 5G Price in Bangladesh & India
    Oppo F21 Pro 5G Price in Bangladesh & India with Full Specifications
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.