বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনের আলোচিত-সমালোচিত একটি নাম মডেল সানাই মাহবুবা। নানা সময়ে নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই মডেল। তবে এবার শিরোনাম হলেন ভিন্ন এক কারণে।
আসছে ঈদে সানাই তার শাশুড়ির থেকে উপহার পেয়েছেন শাড়ি। আর এ শাড়ি নিয়েই বেশ আনন্দিত সানাই।
সানাই বলেন, ঈদে সবাই তো নানা জিনিস উপহার দিচ্ছেন। প্রতিটি উপহারই আমার কাছে বেশ স্পেশাল তবে এবার আমার সব থেকে স্পেশাল গিফট হলো আমার শাশুড়ির দেয়া উপহার।
শাশুড়ির থেকে উপহার পেলেও সানাইয়ের ঈদ কাটবে এবার মালদ্বীপে। জানা গেছে গত দুই দিন আগে তার স্বামীর সঙ্গে মালদ্বীপে গিয়েছেন তিনি। আর সেখানেই ঈদ করে ঈদের পরের দিন দেশে ফিরবেন।
এদিকে আসছে ঈদে নতুন মিউজিক ভিডিও নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন সানাই। সুদীপ কুমার দ্বীপের লিখা ‘দেশলাই’ শিরোনামের আইটেম ঘরণার এই গানটির ভিডিও নির্মাণ করেছেন এ কে আজাদ।
‘ফিগার আমার দেশলাই, সারাদেশে এমন পিস নাই, নেশারই রঙে নানান ঢঙে, নাচ না আমার সঙ্গে, রূপে আমার আগুন জ্বলে’ এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবরিনা সাবা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel