রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনালে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা যাওয়ায় বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আজ সোমবার (১৭ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে টার্মিনাল ভবনে এ ঘটনা ঘটে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ও ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম গণমাধ্যমের কাছে এরই মধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনাল এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— কেউ সিগারেট খেয়ে তার অবশিষ্টাংশ টার্মিনাল ভবনের দুই দেয়ালের মাঝে ফেলে দিয়েছিল, যা থেকে ধোঁয়া উঠতে পারে।
উল্লেখ্য, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



