Advertisement
স্পোর্টস ডেস্ক : খেলা চলাকালীন মাঠে সতীর্থ খেলোয়াড়কে মারধর করে ৫ বছর নিষিদ্ধ হয়েছেন জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন রাজিব। ওই ঘটনার শুরুটা করেছিলেন ঢাকা বিভাগের আরেক পেসার মোহাম্মদ শহীদ।
অভিযোগ উঠেছে রবিবার খুলনার মাঠে জাতীয় লিগের ম্যাচ চলাকালীন শহীদই প্রথম সতীর্থ খেলোয়াড় আরাফাত সানি জুনিয়রকে ধাক্কা দেন। পরে শাহাদাত এসে ওই স্পিনারের গায়ে হাত তোলেন।
বিসিবির টেকনিক্যাল কমিটির তদন্তে উঠে এসেছে এ তথ্য। সতীর্থ খেলোয়াড়কে ধাক্কা দেয়ার অপরাধে ম্যাচ রেফারি শহীদের ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেন।
বিসিবির টেকনিক্যাল কমিটি অবশ্য এটিকে খুবই লঘু শাস্তি হিসেবে বিবেচনা করছেন। কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, শৃঙ্খলাভঙ্গের শাস্তি শুধু জরিমানা হতে পারে না। তিনি ইঙ্গিত দিয়েছেন শহীদের ওপরও নামতে পারে বড় শাস্তির খড়গ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।