বিনোদন ডেস্ক : ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফরেন ল্যাঙ্গুয়েজ-এর প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে ফ্রান্সের ছবি ‘স্কারলেট ব্লু’। বৃহস্পতিবার ছবির প্রদর্শনীতে হাজির ছিলেন পরিচালক অরেলিয়া মেজ। এই প্রথম নয় এর আগেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করেছেন অরেলিয়া। ইউরোপের বাসিন্দা হলেও কলকাতার সঙ্গে তার রয়েছে নিবিড় যোগ। তিনি দেখতে ভালোবাসেন হিন্দি সিনেমাও। এমনকি তার পছন্দের নায়ক শাহরুখ খান। তাকে নিয়ে সিনেমা করতে চান এই পরিচালক। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই ফরাসি পরিচালক।
দেশের বাইরে ভারতীয়দের মধ্যে শাহরুখ খান সবচেয়ে বেশি জনপ্রিয় জানিয়ে এই পরিচালক বলেন, শাহরুখ খান ভীষণই পপুলার। ওই ভদ্রলোকের মধ্যে কিছু আছে যে কারণে নারীরা ওর জন্য পাগল। তবে আমি কোন পুরুষ বা নারী—কারো জন্যই পাগল নই।
তিনি আরও বলেন, আমি ছোটবেলায় ওর (শাহরুখ) অনেক ছবি দেখেছি কারণ আমার যে বেস্ট ফ্রেন্ড সে ওর জন্য পাগল এবং ও ওর সব ছবি দেখে এবং মাঝে মাঝে আমাকে ইনভাইট করে ওর সঙ্গে ছবি দেখার জন্য তখনই আমি শাহরুখের ছবি দেখেছি।
বলিউড বাদশাহকে নির্দেশনা দিতে চান ইচ্ছে প্রকাশ করে অরেলিয়া বলেন, ওর যা ইমেজ, সেই ইমেজের বাইরে আমি একটা অন্যরকম ছবি বানাতে চাই। আমি ওকে নিয়ে এমন একটা ছবি করতে চাই যেখানে কোনও গান থাকবে না এবং ওর যে লাভ ইমেজ সেটার বাইরে একদম একটা ডার্ক ইউনিভার্স হবে। আমার মনে হয় সেই রকম একটা চরিত্র পেলে উনি ভীষণ ভালো অভিনয় করবেন আর আমি সেরকমই একটা ছবি বানাতে চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।