শাহরুখের ‘জওয়ান’ লুকে মুগ্ধ সালমান, যা বললেন

শাহরুখের ‘জওয়ান’ লুকে মুগ্ধ সালমান, যা বললেন

বিনোদন ডেস্ক : তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের অ্যাকশনধর্মী ‘জওয়ান’র দেড় মিনিটের টিজারে শাহরুখের লুক দেখে চমকে গেছে পুরো পৃথিবী। কারণ একেবারেই ভিন্ন এক অবতারে দেখা গেছে শাহরুখ খানকে।

শাহরুখের ‘জওয়ান’ লুকে মুগ্ধ সালমান, যা বললেন
ফাইল ছবি

তা দেখে মুগ্ধ নেটিজেন। কথা বলছেন বলিউড তারকারাও। এবার মুখ খুললেন সালমান খান।

ইনস্টাগ্রামে ‘জওয়ান’র টিজার শেয়ার করেছেন বলিউডের ভাইজান। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জওয়ান ভাই প্রস্তুত আছেন। ’

শাহরুখ-সালমানের বন্ধুত্ব সম্পর্কে সবার জানা। ২০২১ সালে যখন শাহরুখের ছেলে আরিয়ান খান মাদক মামলায় জড়ানোর পর ছায়ার মতো বাদশার পরিবারের পাশে ছিলেন সালমান খান। সেই সময় থেকে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে।

আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের চারটি ছবি। যার ভেতর তিনটি ছবিতে শাহরুখকে দেখা যাবে প্রধান চরিত্রে অভিনয় করতে। যেগুলো হলো ‘পাঠান’, ‘ডানকি’ এবং ‘জওয়ান’। এছাড়া শাহরুখকে দেখা যাবে ‘টাইগার’ সিরিজের ছবিতে।

YouTube video player

সঞ্চয়পত্রে নতুন নিয়মে বিনিয়োগ, কমলো মুনাফা