শাহরুখের ধামাকা: কেজিএফ-২’কে হটিয়ে সিনেমার ইতিহাসে পাঠানের নতুন রেডর্ক

পাঠান

শাহরুখের ধামাকা: কেজিএফ-২’কে হটিয়ে সিনেমার ইতিহাসে পাঠানের নতুন রেডর্ক

বিনোদন ডেস্ক: কামব্যাক বোধহয় একেই বলে! দীর্ঘ ৪ বছর পর ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন হলো বলিউডের বাদশা শাহরুখ খানের। কিং খানের পাঠান জ্বরে কাবু গোটা ভারত। মুক্তি না পেলেও পাঠানের উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশেও।

বুধবার (২৫ জানুয়ারি) দীর্ঘ চার বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের সিনেমা। মুক্তির দিনেই সমস্ত রেকর্ড ভেঙে সর্বোচ্চ আয় করা বলিউড ছবির তালিকায় শীর্ষে চলে গেল ‘পাঠান’। শুধু বলিউড সিনেমাই নয় ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম দিনে আয়ের দিক থেকে সবার উপরে এখন পাঠান। টপকে গেছে কেজিএফ-২’কে।

বক্স অফিসে একাধিক রেকর্ড ভাঙা পাঠান প্রথম দিনেই আয় করেছে প্রায় ৫৫ কোটি রুপি। ভারতীয় সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানান। একই তথ্য জানান আরেক বিশ্লেষক কমল নাথ। অন্য ভাষায় আরও ২ কোটিসহ প্রথম দিনেই পাঠানের আয় ৫৭ কোটি রুপি।
পাঠান
পর্দায় ঝড় তোলা পাঠানে কিং খানের সঙ্গে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। এছাড়াও একটি বিশেষ চরিত্রে রয়েছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খানও।

বাদশা ও ভাইজানকে একসঙ্গে বড়পর্দায় দেখার লোভ ছাড়তে পারেননি ভারতীয় আপামর বলিউড প্রেমীরা। তাই তো দুই কিংয়ের সরাসরি প্রভাব পড়ল বক্স অফিসে।

ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ওপেনিং কালেকশন ছিল কেজিএফ-চ্যাপটার-২’র। দক্ষিণী এই ছবির হিন্দি সংস্করণ প্রথম দিনেই ৫৩.৯৫ কোটি রুপি আয় করে। ইয়াশের ছবিটি প্রথম দিনের সংগ্রহে সমস্ত হিন্দি ছবির রেকর্ড ভেঙে দেয়।

বলিউডের সবচেয়ে বড় ওপেনিং কালেকশনের ছবি ছিল ‘ওয়ার’। প্রথম দিনেই সিনেমাটির আয় ছিল ৫৩.৩৫ কোটি রুপি। তবে এবার প্রথম দিনের আয়ের হিসাবে ভারতীয় সিনেমার সব রেকর্ড ভেঙে দেয় পাঠান।

পাঠানের আগে বলিউডের কোন ছবি প্রথম দিনে কত আয় করেছিল :

১. ওয়ার – ৫৩.৩৫ কোটি রুপি
২. থাগস অফ হিন্দুস্তান – ৫২.২৫ কোটি রুপি
৩. হ্যাপি নিউ ইয়ার- ৪৪.৯৭ কোটি রুপি
৪. ভারত – ৪২.৩০ কোটি রুপি
৫. প্রেম রতন ধন পায়ো – ৪০.৩৫ কোটি রুপি

এতদিন শাহরুখ খানের প্রথম দিনে আয়ের দিক থেকে সবার ওপরে ছিল হ্যাপি নিউ ইয়ার। তবে এবার পাঠান শাহরুখ শুধু অন্য ছবির রেকর্ডই ভাঙেনি, ভেঙেছে ভারতীয় সকল সিনেমার রেকর্ড।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

বক্সঅফিসে বাজিমাত করা ‘পাঠান’ দেখতে ভারত ছুটে গেলেন নিরব, ব্ল্যাকে কিনলেন টিকিট