স্পোর্টস ডেস্ক : পছন্দের সতীর্থ, কোচ-সকলেই চলে গিয়েছেন। সেইসঙ্গে ট্রফির খরা, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে ৮-২ গোলে হার মেসিকে যেন আরও ভেঙে দিয়েছে। অবশেষে তাই চরম সিদ্ধান্ত নিয়েই নিলেন তিনি। ফ্যাক্স করে মেসি বার্সা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন আর থাকতে চান না ক্লাবে। অবিলম্বে যেন তাকে মুক্তি দেওয়া হোক। আর তারপরই কানাঘুষো শুরু হয়েছে কোন ক্লাবে যাচ্ছেন ফুটবলের রাজপুত্র?
আর এখানেই চমক। বিশ্বের তাবড় ক্লাব মেসিকে নিতে ঝাঁপাতে চাইছে। ঠিক এমন সময় কলকাতা নাইট রাইডার্সও প্রস্তাব দিয়ে ফেলল মেসিকে! চমকে যাবেন না, মেসিকে রীতিমতো নিজেদের জার্সিতে সাজিয়ে ফেলেছেন তারা।
কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে ট্যুইট করে লেখা হয়েছে, ‘মিস্টার মেসি বেগুনি-সোনালি জার্সিটা গায়ে চাপালে কেমন হয়?’ যদিও পুরোটাই মজার ছলে করা। তবুও কেকেআরের এই মজাই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
Mr. #Messi, How about donning the Purple and Gold? 🤔😂 https://t.co/oplGLuxpFC pic.twitter.com/QSoJpsRsWi
— KolkataKnightRiders (@KKRiders) August 26, 2020
শুধু কেকেআর নয়। ভারতের আইলিগের ফুটবল ক্লাব গকুলাম এফসিও মেসিকে বার্সেলোনার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে তাদের দলে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছে।
সবমিলিয়ে বুধবার মেসির বার্সা ছাড়ার ঘোষণার পর পুরো ক্রীড়াঙ্গনই সরব হয়ে ওঠেছে। মেসিকে ছাড়া যে ক্লাবটির কথাই ভাবতে পারে না এ প্রজন্ম, সেই মেসিই বার্সা ছাড়ার ঘোষণা দেবেন এটা কারও কল্পনাতেও ছিল না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।