শাহরুখের যে গুণ পেয়েছেন ছেলে আরিয়ান

শাহরুখের

পর্দার পেছনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। তারকা সন্তান হলেও ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরেই রাখেন তিনি। মানুষ হিসেবে তিনি কেমন? বাবার সঙ্গে কী কী মিল রয়েছে তার? এমন বেশ কিছু প্রশ্ন শাহরুখ খানের বহু ভক্তের কাছেই রয়েছে। ‘কিল’ ছবির অভিনেতা রাঘব জুয়াল সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন।

শাহরুখের

শাহরুখের সঙ্গে নাকি বেশ কিছু বিষয়ে মিল রয়েছে আরিয়ানের। মানুষ হিসেবেও নাকি তিনি খুব সংস্কৃতিমনস্ক। রাঘব জানাচ্ছেন, বাড়িতে একেবারেই শাহরুখের মতোই নাকি আরিয়ানের আচরণ। বাড়িতে কোনো অতিথি এলে তাকে একেবারে বাবার মতোই আপ্যায়ন করেন আরিয়ান। অতিথি যখন রওনা দেন, তখন তাকে বাড়ির সদর দরজা পর্যন্ত ছেড়ে আসেন শাহরুখ-পুত্র।

একবার নাকি জন্মদিন উপলক্ষ্যে শাহরুখের সঙ্গে সকাল সাতটা পর্যন্ত পার্টি করার সুযোগ পেয়েছিলেন রাঘব। পার্টিতে উপস্থিত সব অতিথিকে নাকি সমানভাবে আপ্যায়ন করেন শাহরুখ। ১০০ জন উপস্থিত থাকলে, ১০০ জনই সমান গুরুত্ব পেয়েছিলেন। জন্মদিনের পার্টির একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত উপস্থিত ছিলেন রাঘব। সেদিন শাহরুখকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়েছিলেন তিনি। তখন আরিয়ানের সঙ্গেও তার কথা হয়েছিল। কথা বলে বুঝেছিলেন, শাহরুখের শিক্ষা ও সংস্কৃতির ছাপ আরিয়ানের মধ্যেও রয়েছে।

বাংলাদেশ এবং ভারতের স্বর্ণের দাম: ১৮ জুলাই, ২০২৪

কাজের দিক থেকে, আরিয়ান এই মুহূর্তে তার প্রথম পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে, শাহরুখের হাতে রয়েছে ‘কিং’ নামে একটি ছবি। এই ছবিতে অভিনয় করেছেন সুহানা খানও।