বলিউডের কিং খান শাহরুখ খানের ঝুলিতে এবার যোগ হলো জাতীয় সম্মান। ‘জওয়ান’-এ অভিনয়ের জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি। ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবার তিনি পেলেন দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন অভিনেতা।
অনুষ্ঠান শেষে আনন্দঘন মুহূর্তে বিচারকমণ্ডলীর সদস্যদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় শাহরুখকে। সেই বিশেষ ছবিটি বুধবার ইনস্টাগ্রামে শেয়ার করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারকমণ্ডলীর সদস্য ও অভিনেত্রী প্রকৃতি মিশ্র। ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন বিচারকমণ্ডলীর চেয়ারম্যান, পরিচালক আশুতোষ গোয়ারিকরও।
প্রকৃতি ক্যাপশনে লেখেন, কেন্দ্রীয় বিচারকমণ্ডলীতে নির্বাচিত হওয়ার সময় জানতাম না আমি সেই সৌভাগ্যবান ১১ জনের একজন হবো। যারা শাহরুখ স্যারের বহু প্রতীক্ষিত প্রথম জাতীয় পুরস্কার প্রদান করার সুযোগ পাবেন।
‘ওম শান্তি ওম’-এর জনপ্রিয় সংলাপ ধার করে তিনি আরও যোগ করেন, যদি মন থেকে কিছু চাও, তবে গোটা কায়নাত তা পূরণে সাহায্য করে। এই জয় কেবল শাহরুখ স্যারের নয়, প্রতিটি ভারতীয় শিল্পীর, যারা স্বপ্ন দেখতে এবং তার পেছনে ছুটতে সাহস পান।
মজার ছলে প্রকৃতি লিখেছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি হাত ধুইনি।
শেষে তিনি বলেন, অভিনন্দন শাহরুখ স্যার, আপনার প্রথম জাতীয় পুরস্কারের জন্য। প্যানেলের অংশ হতে পারা এবং যা বহু বছর আগে আপনার প্রাপ্য ছিল, তার পক্ষে দাঁড়াতে পারা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।