বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান। তাকে বলিউডের বাদশা বলা হয়ে থাকে দুর্দান্ত
অভিনয় এবং তার ব্যক্তিত্ব যেন বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।বিগত কয়েক দশক ধরে তিনি বলিউডে রাজত্ব করে আসছেন এখনো তিনি সমানভাবে তার জনপ্রিয়তা ধরে রাখতে সমর্থ হয়েছেন।
বরাবরই ব্যক্তিজীবন নিয়ে বেশ খোলাখুলি আলাপ করতে পছন্দ করেন শাহরুখ খান। বিভিন্ন টিভি শো
তে গিয়ে তিনি কথাপ্রসঙ্গে তার ব্যক্তিগত জীবন এর ঘটনাগুলো তুলে ধরেন ভক্তদের সামনে। তবে তার
স্ত্রী গৌরি খান কে খুব কম দেখা যায় মিডিয়ার সামনে আসতে। তবে এবার একটি টিভি ইন্টারভিউতে শাহরুখ খানকে নিয়ে স্মৃতিচারণ করলেন গৌরী
শাহরুখ খান এবং গৌরী খানের প্রেম কারোর অজানা নয়। গৌরীর জন্যই দিল্লি থেকে মুম্বাই চলে গেছিলেন বাদশা খান। তারপরেও গৌরীকে
বিয়ে করতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। সম্প্রতি শাহরুখ ও গৌরী খানের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
এই ভিডিওতে গৌরী খান অতীতকে স্মরণ করে বলেছেন, শাহরুখ সব সময় খুবই পজেসিভ ছিলেন। যদিও ভিডিওটি অনেক পুরনো।
গৌরী খান অতীত স্মরণ করে বলেছিলেন, “আমি শাহরুখের হাত থেকে রেহাই পেতে চেয়েছিলাম। কারণ, ও খুবই পজেসিভ ছিল আমার ব্যাপারে।
আর আমি তখন খুবই ছোট। আমাদের পরিবারও খুব রক্ষণশীল। তখন এখনকার মতো ডেটিং চালু ছিল না। আমার পরিবার শাহরুখকে মেনে নিতে কিছুটা সময় নিয়েছিল। মা মুম্বাইতে এসে শাহরুখের সঙ্গে সময় কাটিয়ে আস্তে আস্তে ভালোবাসতে থাকেন ওকে।”
গৌরী ও শাহরুখ খানের এই ভিডিওটিতে ভক্তরা প্রচুর মন্তব্য করেছেন। ১৯৯১-এ গৌরীকে বিয়ে করেন শাহরুখ। তাদের তিন সন্তান, আরিয়ান, সুহানা ও আব্রাম খান। শাহরুখকে শেষ দেখা গেছে ’জিরো’ ছবিতে। যদিও বক্স অফিসে ব্যর্থ ছবিটি।
বলিউডের সুখী দম্পতিদের মধ্যে অন্যতম একটি হলো শাহরুখ-গৌরী দম্পতি।দীর্ঘ বছর তারা একসঙ্গে সংসার করছেন এবং তাদের সংসারে রয়েছে তিনটি সন্তান।
দীর্ঘ সিনেমা ক্যারিয়ারে শাহরুখ খান যেমন জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন পেছন থেকে তাকে সমানভাবে উৎসাহ দিয়ে গেছেন তার স্ত্রী গৌরি শোনা যায় তার স্ত্রীর বদৌলতেই আজকের তিনি শাহরুখ খান। বর্তমানে শাহরুখ খান সিনেমা থেকে কিছুটা দূরে রয়েছেন তবে আগামীতে ভালো কোনো সিনেমা নিয়ে আবার তিনি দর্শকদের সামনে হাজির হবেন বলে জানিয়েছেন তিনি।
শাড়ির আঁচল ঠিক করতে গিয়ে বেড়িয়ে এলো নোরা ফতেহির ক্লিভেজ, তুমুল ভাইরাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।