শাহরুখ খানকে কি দেখা যাবে মার্ভেলসের পরবর্তী অ্যাভেঞ্জারে?

শাহরুখ খান

বলিউড কিং শাহরুখ খানের খ্যাতি সারা বিশ্বেই। তার জনপ্রিয়তা হলিউড পর্যন্ত পৌঁছেছিল অনেক আগেই। অ্যাঞ্জেলিনা জোলি থেকে পেনেলোপ ক্রুজ সবাই চেয়েছেন শাহরুখের সঙ্গে অভিনয় করতে। তবে হলিউডে কিং খানকে দেখা না গেলেও সেখানে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন নায়ক। জানিয়েছিলেন, মর্যাদাবান কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে কাজ করবেন শাহরুখ।

শাহরুখ খান

এবার হয়তো স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শাহরুখ অনুরাগীদের! কারণ, শাহরুখের সঙ্গে কাজ করতে জোর গলায় ইচ্ছে প্রকাশ করলেন ক্যাপ্টেন আমেরিকা খ্যাত হলিউড অভিনেতা অ্যান্থনি ম্যাকি। এর ফলে শাহরুখকে মার্ভেলসের পরবর্তী অ্যাভেঞ্জার হয়ে আসার তীব্র সম্ভাবনা দেখা গেছে।

খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। সে ছবিতে ‘স্যাম উইলসন’ ওরফে ‘ক্যাপ্টেন আমেরিকা’র ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি। ছবির প্রচারে এক সাক্ষাৎকারে অ্যান্থনিকে জিজ্ঞেস করা হয় পরবর্তী বলিউডের কোন অভিনেতাকে আগামী অ্যাভেঞ্জার হিসেবে তিনি নিজের দলে চান? শোনামাত্রই ক্যাপ্টেন আমেরিকা বলে ওঠেন, ‘শাহরুখ খান। ওর জবাব নেই!’

হলি-অভিনেতার ইচ্ছে প্রকাশ্যে আসতেই বলিউড থেকে সামাজিক মাধ্যম, সর্বত্র শুরু হয় এক জল্পনা – তবে কি মার্ভেলস-এর পরবর্তী অ্যাভেঞ্জার শাহরুখ খান? ক্যাপ্টেন আমেরিকা’ কি ইঙ্গিত দিলেন হলিউডে শাহরুখের পা রাখার? যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি বলিউড বাদশা।

বাংলাদেশে সরকার পরিবর্তনে আমেরিকার সংশ্লিষ্টতা নেই: ট্রাম্প

এর আগে, ২০১৮ সালে মার্ভেলের ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ওয়াকার জানিয়েছিলেন শাহরুখকে তিনি মার্ভেলের ছবিতে দেখতে চান। বলেছিলেন, ‘আমরা যদি ভারতীয় কনটেন্ট সিনেমা বানাই সেক্ষেত্রে শাহরুখকে আমাদের নিতেই হবে।’