Advertisement
বিনোদন ডেস্ক : মহাকাশের কী বিপুল টান ছিল সদ্য প্রয়াত সুশান্ত সিং রাজপুতের। তার একের পর এক ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই সেটা বোঝা যায়। আগ্রহের জেরে চাঁদে এক টুকরো জমিও কিনেছিলেন এই অভিনেতা।
এদিকে ভারতীয় অভিনেতাদের মধ্যে তিনিই ছিলেন প্রথম, যিনি চাঁদে জমি কিনেছিলেন। শাহরুখ খানের আগেই চাঁদের জমির মালিক হয়েছিলেন তিনি।
চাঁদের যে অংশটা কিনেছিলেন নায়ক, তার নাম ‘সি অব মাস্কভি’। ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি থেকে চাঁদের ওই অংশটি নিজের নামে কিনেছিলেন সুশান্ত।
শুধু তাই নয়, সৌরজগৎ নিয়ে এতটাই আগ্রহী ছিলেন, যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ (মেড ১৪ এলএক্স ৬০০) টেলিস্কোপ ছিল তার সংগ্রহে এবং এটি দিয়েই শনির বলয় দেখতেন তিনি।
এছাড়া মহাদেবের প্রতি অসীম বিশ্বাস ছিল। এই কারণে মাঝে মাঝেই দেবাদিদেব মহাদেবের পোস্টও করতেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।