বিনোদন ডেস্ক : বলিউডের কিং বলতে সবাই যাকে চিনে তিনি শাহরুখ খান। ত্রিশ বছরের বেশি সময় তিনি কাটিয়ে ফেলেছেন বলিউডে। তার পুত্র আরিয়ান খান যখন মা দ ক মামলায় জেলে ছিল তখন ছেলের জেলমুক্তির জন্য তিনি কোনো রাজনৈতিক দলের কাছে মাথা নোয়াননি। ভরসা রেখেছেন আইনের উপর। এবার জানা গেল, শাহরুখ একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধার দিয়েছিলেন।
তবে অবশ্যই টাকা নয়, গাড়ি ধার দিয়েছিলেন শাহরুখ। শাহরুখ যথেষ্ট গাড়ির শখ রাখেন। তার গ্যারাজে রয়েছে বারো কোটি টাকার বুগাতি ভেরন। এছাড়া রয়েছে চারটি বেন্টলে কন্টিনেন্টাল জিটি, একটি রোলস রয়েস ফ্যান্টম কুপেও যার দাম আট কোটি টাকা। রয়েছে তিন কোটি টাকারও বেশি মূল্যের বিএমডব্লিউ আই এইট, চৌদ্দ লাখ টাকা মূল্যের একটি কাস্টমাইজড ভ্যানিটি ভ্যান। এছাড়াও রয়েছে একটি কালো রঙের লিমুজিন। একশো মিটার লম্বা এই লিমুজিনটি নাকি শাহরুখ ধার দিয়েছিলেন নরেন্দ্র মোদিকে।
২০১৪ সালে এই গাড়িটিতে চড়েই দুবাইতে নিজের একটি রিয়েল এস্টেট প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন শাহরুখ এবং গৌরী খান। রয়্যাল এস্টেট বাই শাহরুখ খান প্রকল্পটি ২৪ লাখ বর্গফুটের। সৌদির মুদ্রায় যার মূল্য ২৩০ কোটি দিরহাম।
সখের লিমুজিন গাড়িটিই নাকি মোদীকে ব্যবহারের জন্য ধার দিয়েছিলেন শাহরুখ। জানা যায়, ২০১৮ সালে কমনওয়েলথ সম্মেলনে অংশ নিতে শাহুরুখের গাড়িতে করেই গ্রেট ব্রিটেনে গিয়েছিলেন মোদি।
নিজের পরিবারের সদস্যের বাইরে মোদিই একমাত্র ব্যক্তি যিনি কিং খানের লিমুজিনটি ব্যবহার করতে পেরেছেন। মোদির যাতাযাতের জন্য নিজস্ব কনভয় থাকতেও শাহরুখের লিমোজিনে কেন চড়তে গেলেন? এ প্রশ্ন অনেকের। তবে দুইপক্ষই বিষয়টি নিয়ে কিছু খোলসা করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।