বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নয়নতারা এখন আলোচিত নাম। বেশ কয়েক বছর ধরে গল্পনির্ভর সিনেমা করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। ভক্তরা তাঁকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন।
মালয়ালাম, তেলুগু, তামিল, কন্নড়—দক্ষিণ ভারতের সব ভাষার ছবিতেই অভিনয় করেছেন তিনি। সেই নয়নতারার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, এই খবরে নিশ্চয়ই অনেকের হৃদয় ভেঙে যাবে। হ্যাঁ, সামনের মাসেই (৯ জুন) বিয়ের পিঁড়িতে বসবেন নয়নতারা।
তাঁর বরকেও চিনে থাকবেন অনেকে। নয়নতারাকে নায়িকা বানিয়ে ‘কাথুভাকুলা রেনডু কাঢাল’, ‘নেত্রীকান’, ‘নানুম রাউডি ধান’ ছবি তিনটি পরিচালনা করেছেন বিগনেশ শিবান। এই পরিচালকের সঙ্গে তাঁর সাত বছরের প্রেম। গত বছর আংটি বদলও করেছেন। এবার দিনক্ষণও চূড়ান্ত। ভারতের তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরে হবে নয়নতারা-বিগনেশের বিয়ের আনুষ্ঠানিকতা। পারিবারিকভাবে আয়োজন হলেও সর্বভারতীয় তারকারা উপস্থিত থাকবেন তাঁদের বিয়েতে।
বিয়ের দিনক্ষণ যখন চূড়ান্ত তখনই জানা গেল ভারতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি প্রযোজিত ছবিতে অভিনয় করবেন নয়নতারা। বিয়ের পরপরই অভিষেক হবে বলিউডে। ২০০৩ সালে মালয়ালাম ছবি দিয়ে ক্যারিয়ার শুরুর ১৯ বছর পর অভিনেত্রী পা রাখবেন বলিউডে। তামিল বিখ্যাত পরিচালক অ্যাটলি কুমারের ‘লায়ন’ ছবিতে নয়নতারার নায়ক স্বয়ং শাহরুখ খান।
২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রিটি হানড্রেড তালিকায় একমাত্র দক্ষিণি অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছিলেন তিনি। বর্তমানে তাঁর বয়স ৩৮ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।