বিনোদন ডেস্ক : গত জানুয়ারি মাসে শাহরুখ খান মান্নাত ছেড়ে উঠেছেন ভাড়া বাড়িতে। যদিও তিনি জানিয়েছেন, বাড়িতে কাজ করার কারণে আপাতত ২ বছর থাকবেন ভাড়া বাড়িতে, তবে অনেকেই মনে করছেন সাইফ আলি খানের বাড়িতে হামলার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বলিউড বাদশহার পর এবার একই রাস্তায় হাঁটতে চলেছেন আমির খানও।
সম্প্রতি জানা গেছে, আমিরও নাকি বান্দ্রার বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন? কোথায় যাচ্ছেন? কেনই বা যাচ্ছেন? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলি উঁকি দিচ্ছে নেটিজেনদের মনে। তবে যা জানা গেল, তা একটু অন্যরকম।
আমির খান বর্তমানে যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানে এক জনপ্রিয় রিয়েল এস্টেট কোম্পানি বিশাল বড় আবাসন বানাতে চলেছেন। ভার্গো কো-অপারেটিভ হাউসিং সোসাইটির তত্ত্বাবধানে চলবে গোটা কাজ। এই বছরের মধ্যেই নাকি আবাসনটি তৈরি হয়ে যাবে। সমুদ্র সৈকতের আনন্দ বারান্দায় বসেই পাবেন ক্রেতারা।
মজার ব্যাপার হলো, এই রিয়েল এস্টেট কোম্পানির একাধিক আবাসনে ফ্ল্যাট রয়েছে আমিরের। বোঝাই যাচ্ছে, পছন্দের যে কোনও একটি ফ্ল্যাটেই নতুন ঠিকানা বানাতে চলেছেন অভিনেতা। যদিও বাংলো ছেড়ে আপাতত কোথায় যাচ্ছেন, সেটা এখনও জানা যায়নি।
তবে এতটুকু জানা গেছে, আমিরসহ আবাসনের অন্যান্য বাসিন্দাদের অস্থায়ী ঠিকানার ব্যবস্থা করে দেবে ওই রিয়েল এস্টেট কোম্পানি। যদিও ওই এলাকাতেই আমিরের অন্য একটি ফ্ল্যাট রয়েছে। তাই তিনি ভাড়া বাড়িতে উঠবেন না নিজের অন্য বাড়িতে উঠবেন, সেটা সম্পূর্ণ অভিনেতার সিদ্ধান্ত।
প্রসঙ্গত, নতুন যে আবাসনটি তৈরি হতে চলেছে সেটির প্রতি বর্গফুটের দাম হতে চলেছে ১ লাখ টাকা। বোঝাই যাচ্ছে, কয়েকশো কোটির আবাসন তৈরি হতে চলেছে বান্দ্রার এই স্থানে।
আগামী বছরের মধ্যেই পুরোনো আবাসনে ফিরে আসবেন আমির খান। তবে আপাতত তার নতুন ঠিকানা কোথায় হতে চলেছে, তা হয়তো খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আনবেন অভিনেতা নিজেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।