বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পরিচালক মার্টিন স্কোরসেজির নাম শোনেননি, এমন সিনেপ্রেমী ভক্ত খুব একটা নেই বললেই চলে। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সিনেমা তৈরির তালিকায় মার্টিন এক অপ্রতিরোধ্য নাম। গুডফেলাস, ক্যাসিনো, দ্য ডিপার্টেড, দ্য উলফ অব ওয়াল স্ট্রিট, শাটার আইল্যান্ড, দ্য আইরিশম্যানের মতো হলিউড ব্লকবাস্টার সিনেমার নির্মাতা স্কোরসেজি ১৭ নভেম্বর তাঁর ৮০তম জন্মদিন উদযাপন করেছেন।
গুণী এই নির্মাতার জন্মদিনে ভারতীয় সিনেমার প্রতি তাঁর ভালোবাসার কিছু বিষয় উল্লেখ করা যাক।
সিনেপ্রেমী অনেকেই হয়তো জানেন না, স্কোরসেজি একজন বলিউডভক্ত। বলিউডের সঙ্গে বেশ গভীরভাবেই জড়িয়ে আছেন তিনি। বলিউডের বেশ কিছু সিনেমা তিনি দেখেছেন এবং বেশ কিছু নির্মাতা ও অভিনেতার প্রশংসাও করেছেন একাধিকবার। যার মধ্যে অন্যতম বলিউড বাদশা শাহরুখ খান।
একবার একটি বিশেষ চলচ্চিত্রে শাহরুখ খান এবং লিওনার্দো ডিক্যাপ্রিওকে একসঙ্গে অভিনয় করানোর পরিকল্পনা করেছিলেন মার্টিন স্কোরসেজি। ‘এক্সট্রিম সিটি’ নামক সেই চলচ্চিত্রটির জন্য প্রস্তুতিও নিয়েছেন মার্টিন। বিখ্যাত চিত্রনাট্যকার পল শ্রেডারও সেই সিনেমাটির অংশ হওয়ার কথা ছিল। তবে কোনো এক কারণে সেই চলচ্চিত্রটি আর শুরু হয়নি। তবে শাহরুখ নিজেই ছিলেন সেই কারণ, এমনটাই জানা গেছে পরবর্তী সময়ে।
২০১৩ সালে ওপেন দ্য ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে পল বলেছিলেন, শাহরুখ খান নিজেই এটি করতে চাননি। শাহরুখ জানিয়েছিলেন, তিনি কখনোই এমন আন্তর্জাতিক চলচ্চিত্র করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন না, যা তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনারা জানেন যে শাহরুখ যা করে, সেটির ওপর তাঁর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তাই তিনি যদি আন্তর্জাতিক পর্যায়ে এ রকম কিছু করেন, তাহলে সেখানে তাঁর সেই নিয়ন্ত্রণ থাকবে না। আমি মনে করি, শেষ পর্যন্ত তিনি শতভাগ নিয়ন্ত্রণ রাখতে না পারার অস্বস্তিতে সিনেমাটি এড়িয়ে গেছেন। সিনেমাটি আর তৈরি হয়নি।
বিশ্বখ্যাত গুণী নির্মাতা মার্টিন স্কোরসেজি ভারতীয় সিনেমার অনেক বড় একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই পরিচিত। এর আগে তিনি একাধিকবার জানিয়েছেন যে সত্যজিৎ রায় তাঁর সবচেয়ে প্রিয় নির্মাতা। তিনি সত্যজিতের সিনেমা থেকে শেখার চেষ্টা করেন। অস্কারের মঞ্চেও একবার তিনি সত্যজিৎ রায়ের নাম উল্লেখ করেছিলেন। সত্যজিতের কাজের সঙ্গেও মার্টিনের নাম বেশ জোরালোভাবে জড়িয়ে আছে। এ ছাড়া বলিউডের নতুন পরিচালকদের মাঝে অনুরাগ কাশ্যপের প্রশংসাও করেছেন তিনি। নীরাজ ঘায়ওয়ানের ‘মাসান’ দেখেও বেশ প্রশংসা করেছেন মার্টিন। বলিউড অভিনেতাদের মধ্যে শাহরুখ খানকে তিনি বরাবরই পছন্দ করে এসেছেন। তবে শাহরুখকে নিয়ে সিনেমা তৈরির ইচ্ছাটা অসম্পূর্ণ রয়ে গেছে এই পরিচালকের।
স্কোরসেজি তাঁর পরবর্তী চলচ্চিত্র ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ নিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন। সিনেমাটিতে অভিনয় করছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, জেসি প্লেমন্স এবং লিলি গ্ল্যাডস্টোন। ২০২৩ সালের মে মাসে কান ফিল্ম ফেস্টিভালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।