বিনোদন ডেস্ক : আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল ‘ডন-থ্রি’ করতে রাজি নন বলিউড বাদশা শাহরুখ খান। তার পরিবর্তে দেখা যাবে রণবীর সিংকে।
এবার সেই গুঞ্জনকে উসকে দিলেন প্রযোজক ফারহান আখতার। আর তাতেই ক্ষেপে কাঁই শাহরুখ ভক্তরা। একজন তো রেগে গিয়ে বলিউডই জ্বালিয়ে দিতে চেয়েছেন।
মঙ্গলবার ‘ডন-থ্রি’ নিয়ে একটি টিজার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ফারহান আখতার। তাতে তিনি স্পষ্ট জানিয়েছেন, ডন-থ্রির হাত ধরে এবার নতুন যুগের সূচনা হতে চলেছে। যদিও তিনি রণবীরের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি।
কিন্তু তাতে শাহরুখভক্তদের উষ্মা থামেনি। অনেকেই সেই টিজার ভিডিওর নিচে জানিয়ে দিয়েছেন, ‘নো শাহরুখ, নো ডন’, টুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে #NoSrkNoDon।
ভক্তরা সাফ জানিয়েছেন তারা শাহরুখ ছাড়া ডন দেখতে রাজি নন। একজন আবার খানিকটা হুমকির সুরে লিখেছেন, ‘শাহরুখ না থাকলে আমি বলিউড জ্বালিয়ে দেব।
এদিকে সোশ্যাল মিডিয়ায় আরেকটি একটি পোস্টে ফারহান আখতার লিখেছেন, ১৯৭৮ চিত্রনাট্যকার সেলিম জাভেদের হাত ধরে কাল্পনিক ‘ডন’ চরিত্রটি তৈরি হয়েছিল। যে চরিত্রে একসময় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। পরে ২০০৬-এর শাহরুখের হাত ধরে নতুন ‘ডন’ তৈরি হয়।
“লেখক, পরিচালক হিসেবে আমি শাহরুখকে নিয়ে দুটো ডন বানিয়েছি। দুটোর অভিজ্ঞতাই ভীষণ ভালো, আমার হৃদয়ের অত্যন্ত কাছের। এবার ডন এর সেই উত্তরাধিকার নতুন প্রতিভাবান অভিনেতার হাতে যাচ্ছে, আশা রাখি অমিতাভ বচ্চন, শাহরুখ খান যেমন ভালোবাসা পেয়েছেন, এবারও তেমনই ভালোবাসা মিলবে। ২০২৫-এর ডন-এর নতুন নতুন যুগের সূচনা হচ্ছে, দেখতে থাকুন…।”
কিন্তু শাহরুখভক্তদের ক্ষোভ তো থামছে না। তাদের সেই এক কথা- ‘নো এসআরকে নো ডন’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।