বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের প্রথম সন্তান আরিয়ান। আর আরিয়ান জন্মের সময় শাহরুখ খানের মনে হয়েছিল তার স্ত্রী গৌরি খান আর বাঁচবেন না।
গৌরীকে হারানোর ভয়ে বাবা হওয়ার আনন্দটাই মাটি হয়ে গিয়েছিল শাহরুখের।
মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমে ১৯৯৭ সালের সেই স্মৃতি রোমন্থন করে শাহরুখ।
শাহরুখ জানান, গৌরী তখন অন্তঃস্বত্ত্বা। ছেলে আরিয়ানের পৃথিবীতে আসার দিন গুণছে তার পরিবার। গৌরী ভর্তি হলেন হাসপাতালে। কিন্তু শাহরুখের মনে স্ত্রী হারানোর ভয় জেঁকে বসেছিল।
তিনি বলেন, গৌরীকে চারপাশ থেকে টিউব দিয়ে মোড়ানো ছিল। ও তখন পাগলের মতো ছটফট করছিল আর কাঁপছিল। আমি ওর সঙ্গে অপারেশন থিয়েটারের ভেতর গিয়েছিলাম। ভেবেছিলাম ও আর বাঁচবে না।
শাহরুখ আরও যোগ করেন, সেই সময় আমি আমার সন্তানের কথা ভাবিনি। আমার কাছে গৌরীর যেন কোনো ক্ষতি না হয় সেই ভাবনাটাই গুরুত্বপূর্ণ ছিল।
শাহরুখ যোগ করেন, আমি সে সময় জানতাম, সন্তান প্রসবে মায়ের মৃত্যু হয় না। তবুও ভয় পেয়েছিলাম।
সব শঙ্কা দূর করে শাহরুখ-গৌরী জুটির কোল আলো করে আসে আরিয়ান। গৌরীও সুস্থভাবেই ঘরে ফেরেন।
আরিয়ান নাম রাখার বিষয়ে শাহরুখ বলেন, এই নাম রাখার পিছনে বিশেষ কোনও কারণ নেই। শুনতে ভাল লেগেছিল। মনে হয়েছিল যখন কোন মেয়েকে নিজের নাম বলবে, সে মুগ্ধ হবে এই নাম শুনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।