সিনেপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের দাবি— এক সিনেমায় তিন খানের উপস্থিতি। এমন সমীকরণ নিয়ে বি-টাউনে অনেক দিন ধরেই চলতে থাকে আলোচনা-সমালোচনা। বলিউড বাদশাহ শাহরুখ খান, বলিভাইজানখ্যাত অভিনেতা সালমান খান এবং মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান—এই তিন খানের সমীকরণ দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্ত-অনুরাগীরা। তবে এবার সামাজিক মাধ্যমে একসঙ্গে একটি ছবিতে তিন খান ধরা দিলেন। না কোনো সিনেমায় নয়; এই ছবি অমূল্য— দাবি করেছেন তিন খানের ভক্ত-অনুরাগীরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদশাহ শাহরুখ, সালমান ও আমির খান। তাদের নিয়ে একটি ছবি তোলেন নেটপ্রভাবী জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত। সেই ছবি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
সেই ছবিতে দেখা গেছে, মিস্টার বিস্টের এক পাশে শাহরুখ খান, আরেক পাশে সালমান খান ও আমির খান। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে সেই ছবি শেয়ার করে নিয়ে মিস্টার বিস্ট ভারতবাসীর উদ্দেশে প্রশ্ন করেছেন— আমাদের কি একসঙ্গে কিছু করা উচিত?
ছবিতে সালমান ছাড়া শাহরুখ, আমির ও মিস্টার বিস্টকে কালো রঙের পোশাকে দেখা যাচ্ছে। সালমানকে দেখা যায় ছাই রঙের প্যান্ট, শার্ট ও ব্লেজারে। এই পোস্ট ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন— আম্বানির পর তিন খানকে এক ছবিতে আনার ক্ষমতা একমাত্র মিস্টার বিস্টেরই রয়েছে। ভবিষ্যতে কি তিনজনকে মিস্টার বিস্টের সঙ্গে কোনো কাজে দেখা যাবে? সেই অপেক্ষায় রইলাম।
উল্লেখ্য, অনেক দিন আগেই মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। এ সিরিজে তিন খানকে একসঙ্গে দেখা যাবে— এই প্রত্যাশা ছিল অনেকেরই। তিন খান ক্যামিও চরিত্রে রয়েছেন ঠিকই কিন্তু তাদের এক দৃশ্যে একসঙ্গে দেখা যায়নি। তাই দর্শক এখনো বলিউডের তিন তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় দিন গুনছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।