স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তরুণ দুই পেসার শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহর ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা স্পিনার ব্র্যাড হগ। তরুণ এই দুই পেসারকে পাকিস্তানের সর্বকালের সেরা বোলার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের সঙ্গে তুলনা করেছেন হগ।
Shaheen Afridi today. Wasim Akram in the past. I'm bias to left arm bowlers.
Naseem Shah and Waqar Younis for the Right arm bowlers. #askhoggy https://t.co/nIZHEowd9u— Brad Hogg (@Brad_Hogg) May 16, 2020
শুক্রবার (১৫ মে) একট টুইটে তিনি বলেন, শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ কঠোর পরিশ্রম আর নিজেদের প্রতিভাকে কাজে লাগাতে পারলে কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসকে ছাড়িয়ে যেতে পারবে।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার হয়ে ৭টি টেস্ট, ১২৩টি ওয়ানডে আর ১৫টি টি-টোয়েন্টিতে ম্যাচ খেলে ১৮০ উইকেট শিকার করেন ব্র্যাড হগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।