জুমবাংলা ডেস্ক : অস্ত্র ও বিস্ফোরক মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে তাকে হাজির করলে আসামি পক্ষের আইনজীবী শুনানির সময় বাড়ানোর আবেদন করে। পরে আদালত আগামীকাল দিন ধার্য করে আবারো তাকে সাতক্ষীরা কারাগারে পাঠায়।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করে শাহেদ করিম। বোরখা পরিহিত শাহেদকে কোমরপুর বেইলি ব্রিজের নিচ থেকে র্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি অবৈধ পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২৩৩০ ভারতীয় রুপি, ৩টি ব্যাংকের এটিএম কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় শাহেদ করিম ও জনৈক বাচ্চু মাঝিকে আসামি করে একটি মামলা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।