জুমবাংলা ডেস্ক : খুব শিগগিরই বেসরকারি কলেজ, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজের প্রভাষকরা পদোন্নতি পাবেন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। অফিস আদেশে স্বাক্ষর করেন উপসচিব আনোয়ারুল হক।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/স্কুল অ্যান্ড কলেজ/উচ্চ মাধ্যমিক কলেজে আট বছর সন্তোষজনক চাকরির পূর্তিতে ‘প্রভাষক’ থেকে ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদে এবং ডিগ্রি কলেজে ‘প্রভাষক’ থেকে ‘সহকারী অধ্যাপক’ পদে মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতির জন্য রূপরেখা প্রণয়ন চূড়ান্ত করতে আগামী ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হবে। অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীনের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে।
সভায় সবাইকে উপস্থিত থাকার নির্দেশনাও দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।