জুমবাংলা ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন উচ্চধাপে নির্ধারণ নিয়ে সুখবর দিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব মো: আকরাম আল হোসেন।
বুধবার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই সুখবর দেন। তিনি লিখেছেন-
সুপ্রিয় সহকারী শিক্ষকমন্ডলী,
আসসালামু আলাইকুম। আজ অর্থ বিভাগের সচিবের সাথে আপনাদের উচ্চ ধাপে বেতন নির্ধারণের বিষয়ে কথা বলেছি। তিনি উচ্চ ধাপে আপনাদের বেতন নির্ধারণ হবে মর্মে আমাকে কথা দিয়েছেন এবং খুব দ্রুত জিও জারি করবেন বলে আমাকে জানিয়েছেন। এটি একটি বিশাল অর্জন। আপনাদের প্রতি রইল অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।
আশা করি মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে আপনারা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে ভবিষ্যৎ প্রজন্মকে দুই হাজার একচল্লিশ সালের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন সেই বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত করবেন।
মো: আকরাম আল হোসেন
সিনিয়র সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।