জুমবাংলা ডেস্ক : এপ্রিল মাসের বেতন এখনও পাননি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। ঈদুল আজহার বোনাস ও মে মাসের বেতন পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। শিক্ষকদের বেতন-বোনাস দ্রুত পরিশোধের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা।
এপ্রিল মাসের বেতন বকেয়া
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান জানিয়েছেন, এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদনের পর ঈদুল আজহার বোনাস ও মে মাসের বেতনের প্রস্তাবও পাঠানো হবে।
ঈদের আগেই পরিশোধের আশ্বাস
ডিজি বলেন, শিক্ষকদের বেতন-বোনাস ঈদের ছুটি শুরুর আগেই পরিশোধ করা হবে। দুটি একসঙ্গে নাও হতে পারে। বোনাস আগে ছাড় হতে পারে, পরে মিলতে পারে বেতন।
বোনাসের হার বৃদ্ধি
অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে এবার ঈদুল আজহা থেকে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন। তবে কর্মচারীরা আগের নিয়মেই বোনাস পাবেন।
শিক্ষকদের বেতন-বোনাস এখনও পুরোপুরি পরিশোধ হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটির আগেই বোনাস ও মে মাসের বেতন প্রদান করা হবে। শিক্ষকদের বেতন-বোনাস নিয়ে এই অনিশ্চয়তা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।