Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশের সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারের ছুটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়ে ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ আদেশ জারি করেছে।
আদেশে শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে অভিভাবকদের অনুরোধ করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়।
আদেশে বলা হয়, করোনা পরিস্থিতির মধ্যে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেন স্কুলগুলোসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।