জুমবাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে এলাকাভিত্তিক ভিন্ন ভিন্ন সময়ে ছুটি দেয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
প্ল্যান ইন্টারন্যাশনাল জাপানের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নাধীন জেন্ডার রেসপনসিভ স্কুল অ্যান্ড কমিউনিটি সেফটি ইনিশিয়েটিভস (জিআরএসসিএসআই) প্রকল্পের জাতীয় পর্যায়ের লার্নিং শেয়ারিং বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়।
মো. ফরহাদুল ইসলাম বলেন, সারা দেশে এখন একই সময়ে শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন ছুটি দেয়া হয়। এটি পরিবর্তনের বিষয়ে আলোচনা হচ্ছে।
‘প্রয়োজন অনুযায়ী যদি কিছু এলাকায় শীতকালীন ছুটির সময় পরিবর্তন হয়, তাহলে উত্তরবঙ্গসহ বেশ কয়েকটি এলাকায় সঠিক সময়ে বন্ধ পাবে শিক্ষার্থীরা। এ ছাড়া গ্রীষ্মকালীন এবং বন্যাপ্রবণ এলাকায় বন্যার সময় ছুটি পাবে। এ বিষয়ে শিগগিরই রূপরেখা আসবে,’ যোগ করেন এনসিটিবির চেয়ারম্যান।
ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন আফরোজ মহল।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.