জুমবাংলা ডেস্ক: ২০২২ সালের ষষ্ঠ শ্রেণি এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায় শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়ার আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থীদের কাছ থেকে আগাম সংগ্রহের কথা বলা হয়েছে।
বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অফিস আদেশটি জারি করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মহাপরিচালককে গত ১০ জানুয়ারি সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে এই নির্দেশনা দেয়া হয়।
সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি পাওয়ার আবেদন নির্ভুলভাবে এন্ট্রি করার জন্য ষষ্ঠ ও একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্যাদি আগাম সংগ্রহ করতে নির্দেশ দেয়া হয় ওই আদেশে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।