শিক্ষার্থীদের কাছে অনন্য প্রাণের উৎসব হলো ‘বই উৎসব’: রাজশাহী ডিসি

রাজশাহী প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় রাজশাহীতেও ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৪’- এ বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১ জানুয়ারি) সকালে রাজশাহী রিভিউ কালেক্টরেট স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। নতুন বই হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিভিউ কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের কাছে অনন্য প্রাণের উৎসব হলো ‘বই উৎসব’ উল্লেখ্য করে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘এই বই উৎসব যখন ছিল না, তখন বাজারে নতুন বই আসতে কিছুটা সময় লেগে যেত। উচ্চতর শ্রেণির সহপাঠী বা আত্মীয়-স্বজনের কাছ থেকে জীর্ণশীর্ণ বা পুরনো বই এনে বা কিনে পড়তে হতো। এসব দৈন্য, সীমাবদ্ধতা বা শিক্ষাক্ষেত্রের অস্বতঃস্ফূর্ততা এখন মুছে গেছে। এখন শিক্ষার্থীদের কাছে বছরের শুরুতেই পরম উপহার হয়ে এসেছে নতুন বই।’

তিনি বলেন, ‘বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। নতুন বইয়ের গন্ধ ফুলের গন্ধকেও হার মানায় সম্ভবত শিশু শিক্ষার্থীদের কাছে। তাদের সারা জীবনের শিক্ষার ক্ষেত্রে সে গন্ধকে অটুট রাখতে, এই উৎসবের দিনে একযোগে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে হবে।’

নতুন বই হাতে পেয়ে রিভিউ কালেক্টরেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র অনিরুদ্ধ চৌধুরী জানান, ‘ইংরেজি নতুন বছরের শুরুতে নতুন বই উপহার পেলাম। নতুন বইয়ের গন্ধ আমার অনেক ভালো লাগে। তাই এই মূল্যবান উপহার বই নিয়ে বাড়ি যাবো এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করবো।’

এসময় অভিভাবকদের মধ্যে সুস্মিতা চৌধুরী জানান, নতুন বই পেয়ে পড়ালেখায় মনোযোগী হবে আমার সন্তান।

সুশিক্ষা নিয়ে দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়তে এ শিক্ষার্থীরা কাজ করবে বলেও প্রত্যাশা করছেন তিনি।

রাজশাহী রিভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, সুধীমহল ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।