জুমবাংলা ডেস্ক : শুরু হচ্ছে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। এবার ৫ কলেজের পরিবর্তে শিক্ষার্থীরা ১০টি কলেজ নির্ধারণ করতে পারবেন। করোনা পরিস্থিতির কারণে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণিতে ওঠার কথা ছিল। তবে বিচ্ছিন্নভাবে দু-একটি কলেজ গত মার্চে পরীক্ষা শুরু বা শেষ করলেও বেশির ভাগ কলেজেই তা পারেনি। ফলে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ শ্রেণিতে ওঠানো যায়নি। যদিও কোনো কোনো কলেজ পরীক্ষা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে। বেশির ভাগ কলেজই আনুষ্ঠানিকভাবে পদোন্নতি না দিলেও ওই সব শিক্ষার্থীদের এখন দ্বাদশ শ্রেণিতে অনলাইনে ক্লাস নিচ্ছে।
এক্ষেত্রে শিক্ষার্থীদের একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে ‘অটো প্রমোশনের’ চিন্তাভাবনা চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নিবে না বলে জানা গেছে। তবে এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনি গণমাধ্যমকে বলেন, এখানে বোর্ডের কোনো হস্তক্ষেপ নেই। কাজেই কলেজগুলো তাদের নিয়মেই যা করার করবে। কীভাবে করবে এটি কলেজগুলোর অভ্যন্তরীণ বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


