করোনার মধ্যে এমনকি বর্তমানেও শিক্ষার্থীদের অনলাইনে সব কাজে অভ্যস্ত হতে হয়েছে বাধ্য হয়ে। যেজন্য বেশিরভাগ সময়েই পড়াশোনাটাও হয়ে গিয়েছে ইন্টারনেট এবং কম্পিউটার/ল্যাপটপ/মোবাইল এর স্ক্রিন কেন্দ্রিক। আজ আলোচনা করা হবে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য দরকারী কিছু Apps ও Site নিয়ে।
অনেকেই আছেন যারা শুধুই Pdf ফরম্যাটেই Ebook পড়তে ভালোবাসেন এবং App হিসেবে ব্যবহার করেন Adobe,Microsoft Edge কিংবা Foxit Phantom এর মত বড় বড় ,জনপ্রিয় এবং ফিচারে ঠাসা কিছু এপ্লিকেশন। এক্ষেত্রে প্রায়ই একটি সমস্যায় পড়তে হয়।
এটি হচ্ছে অনেক অনেক বই,Document,exclusive notes যেগুলো গুগলে, বিভিন্ন সাইটে বা বিভিন্ন ডাউনলোডিং সাইট থেকে তারা সংগ্রহ করেন সেগুলোর format থাকে DJVU, EPUB,Mobi বা আরো অদ্ভুত কিছু। যেগুলোর সাথে অনেকেই যেমন পরিচিত না, একই সাথে সেই ফরম্যাট গুলো সাধারণত PDF Reader গুলোতে প্লে/প্রিভিউ করা যায় না।।
এক্ষেত্রে অবশ্য সমাধান হিসেবে অনলাইনে বিভিন্ন সাইট রয়েছে যেখানে DJVU ,EPUB,Mobi সহ অন্যন্য বিভিন্ন ফরম্যাট থেকে PDF ফরম্যাটে কনভার্ট করা যায়। কিন্ত এটি একটি tiresome কাজ , বারবার সাইট এ যাওয়া, ফাইল আপলোড করা,ডাউনলোড করা । বেশ ঝামেলার এবং সময়সাপেক্ষ, বিরক্তির ও উদ্রেক করতে পারে। আর বিশেষ করে যারা মোবাইল এ পড়াশোনা করেন, Data ব্যবহার করেন তাদের জন্য ব্যাপারটি আরো কঠিন।
আপনি ব্যবহার করতে পারেন Any Ebook Converter। এটি প্রচুর পরিমাণে common ,uncommon সব ebook এর ফরম্যাট সাপোর্ট করে। কনভার্ট করতে পারবেন সাপোর্ট করা ফাইলগুলো থেকে PDF,TXT,EPUB,MOBI,AZW3 এবং KFX ফরম্যাটে। 150 মেগাবাইট এর এই সফটওয়্যারটি আপনি ট্রায়াল হিসেবেও চালাতে পারেন, চাইলে কিনতেও পারেন। যেহেতু প্রায় সবগুলো ফরম্যাটই সাপোর্ট করে, সেজন্য আপনার কাজের ৯০%ই হয়ে যাবে এটি দিয়ে।
তবে বেশ কমন একটি format DJVU কিন্ত সমর্থন করে না এটি। সেজন্য Compliment হিসেবে রাখতে পারেন DJVU Converter অথবা DJVU Reader। এক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় WinDjView নামের Open Source Application টি। Best DJVU reader/viewer. Sourceforge থেকে ডাউনলোড করে এই ২ মেগাবাইট সাইজের Application টি দিয়ে আপনি সরাসরি DJVU ebooks প্লে করতে পারবেন।
আর All in one Ebook Reader হিসেবে রয়েছে Best Free Ebook Reader, যেটির নাম Sumatra PDF।এটি একটি Open Source Sofware সুতরাং সহজেই ডাউনলোড করে চালাতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।