জুমবাংলা ডেস্ক : শিক্ষার্থীদের নর্দমার কীট বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেই শিক্ষক তরিকুল ইসলামের অব্যাহতি চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১টার দিকে নিজ বিভাগের সামনে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এ কর্মসূচি পালন করে।
জানা যায়, বশেমুরবিপ্রবির সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের নর্দমার কীট উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ওই শিক্ষক।
গণিত বিভাগের শিক্ষার্থীরা জানান, আমরা আমাদের নৈতিকতার স্থান থেকে শিক্ষক তরিকুল ইসলামকে বিভাগের সব অ্যাকাডেকিম কার্যক্রম থেকে বর্জন করেছি। যতদিন তাকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া না হয়, আমরা ততদিন সব বর্ষের ক্লাস ও পরীক্ষা বর্জন করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।