আন্তর্জাতিক ডেস্ক : সদ্য পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল ভারত। উত্তর-পূর্ব ভারত ছাড়িয়ে বিলটির প্রতিবাদে আন্দোলন ছড়িয়ে গেছে দিল্লিতেও। আন্দোলনে শরিক হয়েছেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তবে তাদের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে দিল্লি পুলিশ। এবার জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।
ভারতীয় সংবাদমাদ্যম ইন্ডিয়া টুডে জানায়, গত রোববার বিকেলে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ করেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয় দিল্লি পুলিশ। ক্যাম্পাসের মধ্যেই তারা শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস ছুড়েন।
শুধু তাই নয়, পায়খানাতেও ঢুকে শিক্ষার্থীদের পেটায় পুলিশ। মাথার ওপর হাত তুলে লাইন ধরে আসামিদের মতো করে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা পরে দিল্লি পুলিশের সদর দপ্তর ঘেরাও করে। গতকাল সোমবার সকালে অনেককেই ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
এবার এ ন্যাক্কারজনক ঘটনায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ইরফান পাঠান। এক টুইটে তিনি লেখেন, ‘রাজনৈতিক দোষারোপ চলতেই থাকবে। আমি ও আমাদের দেশ জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।