জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সুবিধা বঞ্চিত মানুষ ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে।
সোমবার রাজধানীর মোহাম্মদপুরের এডেনবার্গ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং ফেইসেস ইনক্লুসিভ অ্যান্ড স্পেশাল স্কুল নামে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঁচ হাজার মাস্ক বিতরণ করে সংস্থাটি।
এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করোনা ভাইরাসের লক্ষণ ও সাবধানতা সম্বলিত বিভিন্ন রকম প্লে-কার্ড ও ফেস্টুন বিতরণ করা হয়।মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা কর্মকর্তা (কার্যালয়-৬) সহিদুজ্জামান ও পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো জনসচেতনতায় এগিয়ে আসলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে মুক্তি পাবে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।