সাজ্জাদ বাসার, কুবি প্রতিনিধি: আইসিটি আইনে মামলা খুবই জঘন্য একটি মামলা। শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই আইসিটি আইনে মামলা করা অনুচিত। শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের ইঁদুর-বিড়াল খেলা উচিত না, – মেহেদীর মামলার বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদক্ষেপ জানতে চাইলে এসব কথা বলেন সভাপতি ইলিয়াস হোসেন সবুজ।
তিনি আরো বলেন, এ মামলা প্রত্যাহারের ব্যাপারে শিক্ষার্থীরা যদি সবাই এগিয়ে আসে তবে আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শিক্ষার্থীদের এ দাবির সাথে একাত্মতা পোষণ করবো।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইসিটি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানের মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় চতুর্থ দিনের মত মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে মেহেদীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং সার্টিফিকেট বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানে তারা ‘ক্ষমা চাই ক্ষমা চাই, মেহেদী ভাইয়ের ক্ষমা চাই, মেহেদী ভাইয়ের মামলা তুলতে হবে তুলতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
উল্লেখ্য, গত ২১শে ফেব্রুয়ারি কুবির শহীদ মিনারে থিয়েটারেরর মঞ্চায়িত ‘কবর’ নাটক মাঝপথে থামিয়ে দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাঝপথে নাটক থামিয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন থিয়েটারের সাবেক সভাপতি মেহেদী হাসান। তার এই আপত্তিকর ফেসবুক পোস্টের জন্য তার বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।