উন্নত আর্থ–সামাজিক পরিবেশ ও বিশ্বমানের উচ্চশিক্ষার কারণে ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে সুইডেন। শেনজেন অঞ্চলসহ বিশ্বব্যাপী স্বীকৃত শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটিকে আরও আকর্ষণীয় করেছে।

এই ধারাবাহিকতায় দুই বছর মেয়াদি স্নাতকোত্তর (Master’s) প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি। অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপ–এর আওতায় দেওয়া এই সুযোগ বাংলাদেশের শিক্ষার্থীরাও গ্রহণ করতে পারবেন। মোট ১৪৩টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই বৃত্তির জন্য।
আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৬।
গোথেনবার্গে অবস্থিত চালমার্স ইউনিভার্সিটি একটি গবেষণামুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য, সামুদ্রিক বিজ্ঞান, গণিত এবং ব্যবস্থাপনা–— এসব ক্ষেত্রে গবেষণা ও শিক্ষা প্রদান করে প্রতিষ্ঠানটি। ১৮২৯ সালে সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক উইলিয়াম চালমারের অনুদানে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সুইডেনে ব্যক্তির নামে নামকরণ করা তিনটি বিশ্ববিদ্যালয়ের একটি হলো চালমার্স ইউনিভার্সিটি। অন্য দুটি হলো ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ও লিনিয়াস ইউনিভার্সিটি।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;
*বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয়ে স্নাতকোত্তর করা যাবে;
*দুই বছরে মোট ৪ সেমিস্টারে স্নাতকোত্তর সম্পন্ন করতে পারবেন;
আবেদনের যোগ্যতা
*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*নির্ধারিত ১৪৩ টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
প্রয়োজনীয় কাগজপত্র
*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;
*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;
*জীবনবৃত্তান্ত (সিভি);
*ইংরেজী ভাষাদক্ষতা পরীক্ষার সনদ;
*মোটিভেশন লেটার;
*রিকমেন্ডেশন লেটার;
*প্রকল্পের পোর্টফোলিও;
*প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা (যদি থাকে);
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৬।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


