শিক্ষার্থীরা ‘৮৪০’ সিনেমা পছন্দ করেছে : তিশা

‘৮৪০’ সিনেমা

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সাত প্রহরের কাব্য নাটক দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক হয়। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

‘৮৪০’ সিনেমা

এদিকে ১৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমা। এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী তিশা এ সিনেমাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। যেখানে উল্লেখ করেন যে, ‘শিক্ষার্থীরা ‘৮৪০’ সিনেমা পছন্দ করেছে।’

অভিনেত্রীর কথায়, ‘সম্প্রতি যেটা হয়েছে ২০০৭ সালে মুক্তি পাওয়া নাটক ‘৪২০’ এর সিক্যুয়াল আরেকটা ডাবল ধামাকা আসছে না কেন এটা নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। এরপর ভাবলাম আসলে এটা উপযুক্ত সময় তখন আমার সিদ্ধান্ত নিলাম ‘৮৪০’ প্রকাশ করার।’
‘এ সিনেমা নিয়ে সারা দেশ থেকে সাড়া পেতে একটু সময় লাগবে। মাল্টিপ্লেক্সসহ অনেক হল থেকে ভালো সাড়া পেয়েছি বিশেষ করে শিক্ষার্থীরা পছন্দ করেছে। এটা আমাদের বড় প্রাপ্তি।’

নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘হল বাড়ানোর চেয়ে দর্শক বাড়ানোতে আমি বিশ্বাসী। সিনেমা যদি দর্শক পছন্দ করে, তাহলে আসতে আসতে হলের সংখ্যা বেড়ে যাবে। তবে শুরুতে আসলে ইচ্ছা করে হলের সংখ্যা কম রাখা হয়েছে। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক দেশে এ সিনেমা প্রকাশ করা হবে। ক্রিসমাসের জন্য একটু দেরি হতে পারে।

তিশার ভাষ্য, ‘সিনেমাটা অনেক দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু চেষ্টা করা দরকার সেই কাজটা করবো। যখন কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবো তখন সেই কাজের জন্য যতটুকু চেষ্টা করা দরকার আমি করবো। যখন আমি অভিনয় করেছি সেই সিনেমার জন্য এর্ফোট দিয়েছে।’

কোন জিনিস ছেলেরা না পেলে হাত দিয়েই কাজ চালিয়ে নেয়

শেষে বলেন, ‘সিনেমাতো আসলে একজনকে দিয়ে হয়না, সিনেমা অনেক মানুষ নিয়ে হয়। পাশাপাশি সাংবাদিকদের ধন্যবাদ জানায়। কারণ আমার কথাগুলো আপনারা দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন। এজন্য এ সিনেমার অংশ হিসেবে আপনারাও রয়েছেন।’