জুমবাংলা ডেস্ক : রাস্তায় কেউ মোটরসাইকেলে করে এসে পুলিশ পরিচয় দিয়ে ধরে নিতে চাইলে সে বিষয়ে সতর্ক হতে শিক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শ দিয়েছে ডিবি। রোববার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ পরামর্শ দেন।
রাজধানীর কল্যাণপুর থেকে পুলিশ পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তুলে নেয়ার ঘটনার মূল অভিযুক্ত শাকিল আহমেদ রুবেলকে গ্রেফতারের তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
হারুন অর রশীদ বলেন, পুলিশ এভাবে ধরে নেয় না। তাকে চ্যালেঞ্জ করতে হবে। প্রয়োজন হলে আশপাশের লোকজন জড়ো করে বিষয়টা জানাতে হবে।
গতকাল শনিবার রাতে রাজধানী ও আশপাশের এলাকা থেকে রুবেল ও তার তিন সহযোগী আকাশ শেখ, দেলোয়ার হোসেন ও মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয় বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। এছাড়া পুলিশের লোগো সম্বলিত স্টিকার রুবেল কোথায় পেলেন, তাও তদন্ত করা হচ্ছে।
রুবেলের অতীত অপরাধের পরিসংখ্যান তুলে ধরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ওই যুবকের বিরুদ্ধে আরো অর্ধশতাধিক তরুণীকে অপহরণ করে তাদের জিনিসপত্র ছিনতাই এবং অশালীন আচরণ করার অভিযোগ রয়েছে। পাশাপাশি সে গত ১০ বছরে দেড় হাজারেরও বেশী ছিনতাই করেছে। ছিনতাইয়ের ক্ষেত্রে তার প্রধান টার্গেট ছিলেন ছাত্রীরা। রুবেলের স্থায়ী ঠিকানা হিসেবে গাজীপুরসহ তিন জায়গার নাম পাওয়া গেছে। কোন ঠিকানা সঠিক, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
হারুন অর রশীদ বলেন, ছিনতাইয়ের জন্য স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অপহরণ করে অশালীন আচরণ করা ছিল রুবেলের কৌশল। অধিকাংশ ক্ষেত্রে অপহরণ ও ছিনতাইয়ের শিকার হওয়ার পর শিক্ষার্থীরা বিষয়টি পুলিশকে জানাতেন না। স্বর্ণালঙ্কার, মোবাইল ও ব্যাগ খোয়া গেলেও অশালীন আচরণ করায় লোকলজ্জার ভয়ে তারা বিষয়টি গোপন করতেন। বরিশালেও এভাবে এক নারী শিক্ষার্থীকে তুলে নিয়েছিল রুবেল।
গোয়েন্দা পুলিশের প্রধান বলেন, যে মোটরসাইকেলে করে গত ২৫ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে তুলে নিয়েছিল রুবেল, সেই মোটরসাইকেল গত ১২ অগাস্ট সে ছিনতাই করেছিল। মোটরসাইকেল ছিনতাই করে বা ভাড়া নিয়ে সে এ ধরনের ঘটনা ঘটিয়ে আসছিল।
তিনি আরো বলেন, রুবেল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে পুলিশ হিসেবে পরিচয়ে তুলে নিয়ে যায়। এসময় তার কোমরে পিস্তল, হাতে ওয়াকিটকি ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এর আগে পূর্বাচল, গাজীপুর, উত্তরা, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় একইভাবে নারীদের অপহরণ করার কথা স্বীকার করেছে।
সরকারি অফিসে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।