জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থী ও রেলওয়ে পুলিশের দুই কনস্টেবলের মহানুভবতায় হারিয়ে যাওয়া এক লাখ সাত হাজার টাকা ফেরত পেয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। এমন মানবিক কাজ করতে পেরে খুশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা।
রোববার (১৫ নভেম্বর) সকালে মহানগর প্রভাতীতে ঢাকা থেকে পরিবারসহ ব্রাক্ষণবাড়িয়া যাচ্ছিলেন ব্রাক্ষণবাড়িয়ার এক মাদ্রাসার শিক্ষক হাফেজ কামাল উদ্দীন ভূঁইয়া। ট্রেন থেকে দ্রুত নামার সময় ভুলে যান হাত ব্যাগের কথা। সে সময় ব্যাগে ছিল মাদ্রাসার উন্নয়নের এক লাখ সাত হাজার টাকা।
ট্রেনটি ব্রাক্ষণবাড়িয়া ছেড়ে যাবার পর কালো রঙের ব্যাগটি দেখতে পায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির। এ সময় ট্রেনে দায়িত্ব পালন করা দুই কনস্টেবল আতিকুর ও জাকিরকে বিষয়টি জানালে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে টাকার বিষয়টি অবগত করেন।
কাঙ্ক্ষিত ব্যাক্তিকে তার হারানো টাকা ফেরত দিতে পেরে নিজের ভালো লাগা ও স্বস্তির কথা জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাব্বির।
চট্টগ্রাম রেলওয়ে থানার কনস্টেবল মো. আতিকুর বলেন, টাকার বিষয়ে ওসি স্যারকে জানালে তিনি থানায় নিয়ে আসার কথা বলেন।
ব্যাগ হারিয়ে দিশেহারা মাদরাসা শিক্ষক কামাল উদ্দীন ভূঁইয়া পুলিশ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মহানুভবতায় হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে অভিভূত।
হাফেজ কামাল উদ্দীন ভূঁইয়া বলেন, পৃথিবীতে এখনও ভালো মানুষ আছেন। যাদের কারণে আমি হারানো টাকা ফেরত পেয়েছি তাদের অসংখ্য ধন্যবাদ।
এখনও সমাজের বিভিন্ন স্তরে ভালো মানুষ রয়েছেন এ ঘটনাটি তার প্রমাণ বলে মনে করেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, শিক্ষার্থী আর কনস্টেবল মিলে যদি চিন্তা করতো আমরা টাকাটা ভাগ করে নিই, করতে পারতো। কিন্তু তারা সে কাজটি করে নি। তারা ধন্যবাদ পাবার যোগ্য। আশা করি এমন সততাই দেশ এগিয়ে নিয়ে যাবে বহুদূর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।