Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home শিক্ষা ও উদ্ভাবন খাত পরিবর্তনের লক্ষ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সম্মেলন
জাতীয় শিক্ষা

শিক্ষা ও উদ্ভাবন খাত পরিবর্তনের লক্ষ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সম্মেলন

Bhuiyan Md TomalJanuary 29, 20254 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে ‘ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়ালগ-২০২৫’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই সম্মেলনের সঞ্চালনায় ছিল সিটি ব্যাংক পিএলসি।

বাংলাদেশের শিক্ষা ও উদ্ভাবনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং জাতীয় প্রবৃদ্ধির জন্য একটি রূপান্তরমূলক কাঠামো তৈরি করার উদ্দেশ্য নিয়ে এই দিনব্যাপী আয়োজনে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, নীতিনির্ধারক, উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিরা একত্রিত হন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনে উদ্ভাবনী দক্ষতার অন্তর্ভুক্তি এবং একটি উদ্ভাবন বান্ধব শিক্ষা নীতি কার্যকর করতে প্রয়োজনীয় আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা।

পাঁচটি প্যানেল আলোচনা এবং একটি প্ল্যানেটারি সেশনের সমন্বয়ে অনুষ্ঠিত এই ডায়ালগের বিভিন্ন প্যানেলে মূল আলোচ্য বিষয় ছিল শিক্ষা ব্যবস্থার জন্য একটি কার্যকরী ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের স্টার্টআপ ইকোসিস্টেম, শিক্ষার্থীদের দক্ষতার উন্নয়ন, সামাজিক উদ্ভাবনে গুরুত্বারোপ এবং উদ্ভাবনী বান্ধব অর্থায়নসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়। এই সেশন গুলোয় বিভিন্ন আলোচনা ও প্রস্তাবনার মাধ্যমে বিশেষজ্ঞরা নির্ধারণের চেষ্টা করেছেন কীভাবে দেশের পাবলিক ও প্রাইভেট সেক্টরের সমন্বিত প্রচেষ্টায় একটি উদ্ভাবনী বান্ধব শিক্ষা নীতি প্রণয়ন করা যায়।

প্রধান অতিথি অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘প্রযুক্তি, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের শিক্ষা খাতকে রূপান্তরিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থীরা ইতিমধ্যেই রোবটিকস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রকল্পে সাফল্য অর্জন করে বিশ্বব্যাপী তাদের দক্ষতা প্রমাণ করেছে। যেসব দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটার যথাযথ ব্যবহার করতে পারবে, তারাই ভবিষ্যতের নেতৃত্বে থাকবে। আসুন, আমরা এই রূপান্তর গ্রহণ করি এবং আমাদের তরুণদের বিশ্ব মঞ্চে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করি।’

আয়োজনটিতে অংশগ্রহণ করে অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থাকে শিক্ষার্থীদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা অত্যন্ত জরুরি। আমাদের শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অতিরিক্ত কর থেকে অব্যাহতি দেওয়া এবং অবকাঠামো ও গবেষণায় বিনিয়োগ করা প্রয়োজন যাতে আমরা আমাদের যুবসমাজের ক্ষমতায়ন করতে পারি। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অংশীদারত্ব এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের মতো উদ্যোগগুলো জ্ঞান বিনিময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সাহসী সংস্কার ও সহযোগিতার মাধ্যমে আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারব, যা জাতীয় প্রবৃদ্ধি ও উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করবে।’

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী অর্থনীতিতে রূপান্তর করার যেই প্রচেষ্টায় আমরা সবাই কাজ করে যাচ্ছি। ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়ালগ-২০২৫ সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়ার উদ্যোগকে প্রতিফলিত করে। দেশের শিক্ষা, ব্যবসা, প্রশাসন এবং নীতিনির্ধারকদের একত্রিত করে আমরা এমন একটি রোডম্যাপ তৈরি করতে চাই যা তরুণ প্রজন্মের জন্য বিভিন্ন উদ্ভাবনী প্রচেষ্টার বাস্তবায়নের মাধ্যমে নতুন নতুন সুযোগ তৈরি করবে।

সম্মেলনের বিভিন্ন সেশনে উল্লেখযোগ্য বক্তারা হলেন ইফতেখারুল (ইফতি) ইসলাম, ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স; আজিজ আল কায়সার, চেয়ারম্যান, সিটি ব্যাংক পিএলসি; প্রফেসর আবদুল হান্নান চৌধুরী, ভাইস-চ্যান্সেলর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়; প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান, ভাইস চ্যান্সেলর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, ভাইস চ্যান্সেলর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; স্যামুয়েল মুরসালিন, ডিরেক্টর ইন-চার্জ, এনএসইউ স্টার্ট আপস নেক্সট; স্যাম সামদানি, ফাউন্ডার অ্যান্ড সিইও, বিকিউ আলফা ইঙ্ক অ্যান্ড ইন্টারিম সিইও, কোয়ান্টাম সিটি; ফারজানা চৌধুরী, চার্টার্ড ইনসিউরার, এসিআইআই উইকে, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; রাজি আমিন, পার্টনার, এসপেন ক্যাপিটাল সলিউশনস এলএলসি; সৈয়দ মুনতাসির মামুন, ডিরেক্টর জেনারেল, (ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড টেকনোলজি), পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; সাব্বির নাসির, ম্যানেজিং ডিরেক্টর, এসিআই লজিসটিকস লিমিটেড (স্বপ্ন); মোহাম্মদ ওলি আহাদ, ম্যানেজিং ডিরেক্টর, ইন্টেলিজেন্ট মেশিনস; মোহাম্মদ ফেরদৌস ইউসুফ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, বিকাশ লিমিটেড।

ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়ালগ-২০২৫ শিক্ষার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করে দেশের শিল্প খাতকে উদ্ভাবনের জন্য প্রস্তুত করার প্রয়োজনীয় আলোচনা সৃষ্টির একটি ক্ষেত্র তৈরি করেছে। অর্থবহ আলোচনা এবং প্রমাণভিত্তিক সুপারিশের মাধ্যমে এই সংলাপ বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের নতুন সুযোগ উন্মোচনের জন্য ভিত্তি স্থাপন করেছে।

ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়ালগ-২০২৫ আয়োজিত হয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে। আয়োজনটির সঞ্চালনায় আরও ছিল সিটি ব্যাংক পিএলসি। সাপোর্টেড বাই পার্টনার-ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং নলেজ পার্টনার-এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ও ‘জাতীয় উদ্ভাবন, খাত নর্থ পরিবর্তনের বিশ্ববিদ্যালয়ে, লক্ষ্যে শিক্ষা সম্মেলন সাউথ
Related Posts
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

December 21, 2025

এ কে খন্দকারের জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

December 21, 2025
তাপমাত্রা

সারাদেশে তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি, থাকবে ঘন কুয়াশা

December 21, 2025
Latest News
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

এ কে খন্দকারের জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

তাপমাত্রা

সারাদেশে তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি, থাকবে ঘন কুয়াশা

জাতীয় চাঁদ দেখা কমিটি

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

বৈঠকে সিইসি

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

সিইসির বৈঠক

তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক দুপুরে

শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

পোস্টাল ব্যালট

সংসদ নির্বাচন : সাড়ে পাঁচ লাখেরও বেশি প্রবাসীর নিবন্ধন

সুখবর

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.