পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকলেছুর রহমানসহ ৬ জনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। কলাপাড়ার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. আনোয়ার হোসেন ১০ নভেম্বর কারণ দর্শানোর এ আদেশ জারি করেন।
ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর অভিভাবক মো. মনিরুজ্জামান সানু’র দায়ের করা মোকদ্দমার আরজি শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন সংক্রান্ত কার্যক্রম বন্ধে কেনো অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হবে না- এ বিষয়ে নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ৬ জনকে কারণ দর্শাতে বলেছেন আদালত।
বাদীপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মো. আবুল বাশার জানান, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. মোকলেছুর রহমান ও প্রধান শিক্ষক বিধান চন্দ্র সিমলাই বিবাদীদের যাতে বেআইনিভাবে স্কুল পরিচালনা কমিটির সদস্য ঘোষণা করতে না পারে, এর প্রতিকারে আদালতে এ মোকদ্দমা করেন বাদী।
অ্যাডভোকেট বাশার আরও জানান, মোকদ্দমাটি আদালতে নিষ্পত্তি না হওয়ার পূর্বে অভিযুক্তরা পুনরায় স্কুল পরিচালনা পর্ষদের কমিটি গঠনের বেআইনি প্রচেষ্টা চালাচ্ছে বলে শোনা গেছে।
এদিকে কাদী তার মোকদ্দমার আরজিতে বলেন, তিনি তফসিল ঘোষিত নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী। তবে বিবাদীদের নিকট মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে তা পাননি। উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) ও প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করেও প্রতিকার না পাওয়ায় মোকদ্দমা করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।