রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (৩০ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সরাসরি সড়ক পথে নীলফামারীর জলঢাকার বগুলাগারি চৌধুরী পাড়া গ্রামে এসে মাহরিন চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন নীলফামারী-৪ আসনের সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামসহ নীলফামারী স্থানীয় নেতারা।
https://inews.zoombangla.com/%e0%a7%ab-%e0%a6%86%e0%a6%97%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%98%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ জেড এম জাহিদ বলেন, তিনি শুধু শহীদে হন নাই শিক্ষক হিসেবে ওনার ছাত্র-ছাত্রীদের জীবন বাঁচানোর জন্য উনি যে দায়িত্ব পালন করেছেন এটা অনন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে। নিজের জীবন উৎসর্গ করে শিশুদের রক্ষা করার যে দায়িত্ব নিয়েছেন তা শিক্ষক হিসাবে মা হিসাবে সত্যিকার অর্থে আলোকিত মানুষ হিসাবে যে দায়িত্ব পালন করেছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে ছুটে এসেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।