বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নাম জড়িয়ে পড়েছিল তার সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীর। শুধু তাই নয়, কখনও প্রতারণা, টাকা নয়ছয়, আত্মহত্যার প্ররোচনা, কখনও আবার খুনের অভিযোগও ওঠে তার দিকে।
এ ঘটনায় রিয়া মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন বলে দাবি করেছেন পরিচালক রুমি জাফেরি। এসবের মধ্যে আবার মাদককাণ্ডে গ্রেপ্তারও হন রিয়া। ২০২০ সালটা তাই তার জন্য বিভিষিকাময় ছিল।
খারাপ ওই সময় কাটিয়ে উঠতে চান জানিয়ে এক সাক্ষাৎকারে পরিচালক রুমি জাফেরি বলেন, বছরটা সকলের জন্যই খারাপ ছিল। রিয়ার ক্ষেত্রে বছরটা ছিল অনেক বেশি খারাপ। ভদ্র বাড়ির মেয়ে জেলে দিন কাটাচ্ছে, আপনি ভাবতে পারছেন? এই ঘটনায় মানসিকভাবে সে ভেঙে পড়েছে। তারপরও দ্রুতই অভিনয়ে ফিরবে রিয়া। খবর নিউজ-১৮
তার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির দরজা খোলা বলেও জানিয়েছেন রুমি, ‘রিয়া আগামী বছরই অভিনয়ে ফিরছেন। আমি সম্প্রতি ওর সঙ্গে দেখা করেছি। ও খুবই চুপচাপ হয়ে গেছে। কথা বলল না বেশি। ওর ওপর দিয়ে যা ঝড় বয়ে গেছে, তার পরে ওকে দোষও দেওয়া যায় না। এই অবস্থা তাড়াতাড়ি স্বাভাবিক হোক। আমি নিশ্চিত রিয়ার অনেক কিছু বলার আছে।’
মাদককাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেপ্তার করে তাকে। গত ৪ অক্টোবর জেল থেকে ছাড়া পান রিয়া। এর আগে ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন সুশান্ত। তবে তার আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারছেন না অসংখ্য ভক্ত, বলিউড তারকা ও রাজনৈতিক ব্যক্তি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।