লাইফস্টাইল ডেস্ক : সহকর্মীরা মিলে ঘুরতে যাবেন বলে ঠিক করেছিলেন। সঙ্গে শিঙাড়ার পিকনিক। সেই মতো অনলাইনে বেশকিছু শিঙাড়া অর্ডার করেছিলেন মুম্বাইয়ের এক চিকিৎসক। আর তাতেই খোয়ালেন প্রায় দেড় লাখ টাকা।
জানা যায়, প্রতারকদের কথা মতো অনলাইন পেমেন্টের পদ্ধতি অনুসরণ করাতেই টাকা খুইয়েছেন তিনি। আর এই ঘটনার তদন্তে নেমেছে সাইবার ক্রাইম বিভাগ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতারিত হয়েছেন কেইএম হাসপাতালের চিকিৎসক। গত শনিবার তিনি এবং তার সহকর্মীরা কারজাত এলাকায় পিকনিক যাবেন বলে ঠিক করেছিলেন। তখনই অনলাইনে পাওয়া একটি নম্বর থেকে ২৫ প্লেট সিঙাড়ার অর্ডার দেন। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় দেড় হাজার টাকা অগ্রীম দিতে হবে তাকে। এরপরেই হোয়াটসঅ্যাপ মেসেজ পান তিনি। যেখানে অর্ডার নিশ্চিত করা হয়। এছাড়াও একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় বিল মেটানোর জন্য। ওই অ্যাকাউন্ট চিকিৎসক দেড় হাজার টাকা পাঠান। এর পরেই কারচুপি করে প্রতারক।
পুলিশ জানিয়েছে, অগ্রীম দেওয়ার পর ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, সম্পূর্ণ পেমেন্টের জন্য একটি ট্রান্সস্যাকশন আইডি তৈরি করতে হবে। প্রতারককে বিশ্বাস করে সেই কাজ করতে গিয়েই লাখ টাকা হারান চিকিৎসক।
পুলিশ আরো জানায়, প্রথমে দফায় তার অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৮০৭ টাকা গায়েব হয়। এভাবেই মোট ১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। ওই চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এফআইআর দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।